প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জনপ্রিয় চিত্রনায়ক, প্রযোজক এবং বিশিষ্ট শিল্পপতি অনন্ত জলিল হিরো আলমকে নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনা করেছিলেন। পঞ্চাশ হাজার টাকা সাইনিং মানি দিয়ে তার পরবর্তী সিনেমার জন্য চুক্তিবদ্ধও করেছিলেন। তবে তিনি হিরো আলমকে নিয়ে সিনেমা নির্মাণ করবেন না বলে ঘোষণা দিয়েছেন। তাকে বাদ দিয়েছেন। এর কারণ ব্যাখ্যা করে তিনি তার ভেরিফাইড ফেসবুকে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, সিংহভাগ বিনোদন সাংবাদিক এবং চলচ্চিত্র পরিবারের সকল গুণীজনরা হিরো আলমকে নিয়ে সিনেমা বানানোর আপত্তি জানাচ্ছেন। বিশেষ করে সম্প্রতি তার কিছু অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সকলেই আমাকে নিষেধ করছেন, তাকে নিয়ে যেন সিনেমা না বানাই। হিরো আলমের এই অশ্লীল ভিডিওর জন্য প্রতিনিয়ত বিব্রত হচ্ছি। অনন্ত বলেন, দীর্ঘদিন ধরে আমি চলচ্চিত্র অঙ্গণে সম্মানের সাথে কাজ করে আসছি। চলচিত্রের প্রতিটি সংগঠনের সাথে আমরা ভালো স¤পর্ক। প্রতিটি সংগঠনই আমাকে সম্মানের চোখে দেখে। এই সম্মান রক্ষার্থে, বিতর্কিত কাউকে নিয়ে আমি সিনেমা বানাতে চাইন না। চলচ্চিত্রের কোন সংগঠনই চাচ্ছেনা যে আমি হিরো আলমকে নিয়ে সিনেমা বানাই। চলচ্চিত্রের প্রত্যকটি সংগঠনের সম্মানার্থে আমিও চাইনা বিতর্কিত কাউকে নিয়ে সিনেমা বানাতে। আরেকটি কারণ উল্লেখ না করলেই নয়। কিছুদিন আগে আমি নিজ উদ্যোগে জায়েদ খানের সঙ্গে হিরো আলমকে মিল করিয়ে দিয়েছিলাম এবং প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তাদেরকে নিয়ে একসঙ্গে লাঞ্চ করেছিলাম। মীমাংসা করে দেওয়ার পরেও একই বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় হিরো আলম মন্তব্য করছেন, যা মোটেও কাম্য নয়। আমার এত ব্যস্ততার মাঝেও আমি তাকে পাশে বসিয়েছিলাম, অথচ সে আমার মর্যাদা বোঝে নাই। আমার মর্যাদা যেহেতু সে বোঝে নাই, তাই আমি চাইনা ভবিষ্যতে তার দ্বারা আমার মর্যাদা ক্ষুন্ন হোক। আমি চাচ্ছিলাম, তার পাশে দাঁড়িয়ে তাকে সহযোগিতা করার, যাতে তার উপকার হয়। এ ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য মানুষের সঙ্গে আমার কাজ করা সম্ভব নয়। ফলে সিদ্ধান্ত নিয়েছি, তার এই চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে আমি আর তাকে নিয়ে সিনেমা বানাবো না। পঞ্চাশ হাজার টাকা সাইনিং মানি যেটি দিয়েছি, সেটি আমি চাইছি না, তাকে দিয়ে দিলাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।