Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনন্ত জলিল প্রস্তুত : কারিনা আসছেন শুক্রবার সকালে

ক্লিন ঢাকা কনসার্টের সকল প্রস্তুতি সম্পন্ন

প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ১২ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামে অন্তর শোবিজের উদ্যোগে অনুষ্ঠিতব্য ক্লিন ঢাকা কনসার্টের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ নিয়ে দ্বিধা বা সংশয়ের কোনো অবকাশ নেই বলে জানিয়েছে অন্তর শোবিজ। কিছু কিছু সংবাদ মাধ্যমে এই কনসার্টকে কেন্দ্র করে অনিশ্চয়তামূলক সংবাদ পরিবেশিত হওয়া নিয়ে আয়োজক প্রতিষ্ঠান এ নিশ্চয়তা বিধান করেছে। প্রথমে স্টেডিয়ামের অনুমতি পাওয়া নিয়ে সংশয় এবং পরবর্তিতে ভিসা জটিলতায় কারিনা কাপুরের ঢাকা আগমন অনিশ্চিত বলে কিছু সংবাদ মাধ্যমে সংবাদ পরিবেশিত হয়। এ প্রেক্ষিতে আয়োজক প্রতিষ্ঠান অত্যন্ত দৃঢ়ভাবে ঘোষণা করেছে, এ ধরনের কোনো শঙ্কা নেই। কনসার্টটি সফলভাবে আয়োজন করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আয়োজক প্রতিষ্ঠানের একটি সূত্র জানায়, কনসার্টটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি পাওয়া গেছে। এছাড়া কারিনা কাপুরের ঢাকা আগমন সংক্রান্ত যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। ইতোমধ্যে কারিনার ভিসা হয়ে গেছে। তিনি ১২ ফেব্রæয়ারি শুক্রবার সকাল সাড়ে ১১টায় জেডইটি (জেট) এয়ারওয়েজে ঢাকা বিমান বন্দরে অবতরণ করবেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি রেডিসন বøু হোটেলে উঠবেন। সন্ধ্যায় তিনি অনুষ্ঠানস্থলে হাজির হবেন। এদিকে বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুপারস্টার অনন্ত জলিলও অনুষ্ঠানে পারফর্ম করার জন্য তার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানা গেছে। বিষয়টিকে তিনি দেশের মর্যাদা হিসেবে বিবেচনা করছেন। কারণ এটি একটি আন্তর্জাতিক কনসার্টের রূপ লাভ করেছে। এতে কারিনারও যেমন আন্তর্জাতিক খ্যাতি রয়েছে, তেমনি অনন্তরও সেই খ্যাতি রয়েছে। ফলে দুই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকার পারফরমেন্স দর্শক উপভোগ করবেন। তবে দর্শকের প্রবল প্রত্যাশা অনন্ত জলিল (এজে)-কে ঘিরে। তারা আশা করছেন, অনন্ত অবশ্যই তার ক্যারিশমা দিয়ে দেশের ভাবমর্যাদা উজ্জ্বল করতে সক্ষম হবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনন্ত জলিল প্রস্তুত : কারিনা আসছেন শুক্রবার সকালে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ