প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টাফ রিপোর্র্টার : ইভেন্ট আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজ ১২ ফেব্রæয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজন করতে যাচ্ছে ‘বলিউড কুইন-এজে নাইট’ নামে একটি জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশে কোনো অনুষ্ঠানে পারফরম করবেন বলিউড নায়িকা কারিণা কাপুর। এর আগে আমরা শাহরুখ খান, সালমান খান, অক্ষয় খান্না, রাণী মুখার্জি, ক্যাটরিণা কাইফসহ বলিউডের শীর্ষ স্থানীয় তারকাদের বাংলাদেশে ওপেন এয়ার মঞ্চে পারফরম করতে দেখেছি। সেসব অনুষ্ঠানে বাংলাদেশের তারকাদের উপস্থিতি থাকলেও তা অনেকটা গৌণ হয়ে ছিল। এ নিয়ে সমালোচনাও কম হয়নি। ভারত-বাংলাদেশের মধ্যকার সাংস্কৃতিক বিনিময়ের নামে অনুষ্ঠিত অনুষ্ঠানগুলোতে ভারতের শিল্পীরাই প্রধান্য পেয়েছে। তবে এবার প্রথমবারের মতো অনুষ্ঠানের শিরোনাম করা হয়েছে ‘বলিউড কুইন-এজে নাইট’। এতে এজে’র পুরো অর্থ হচ্ছে অনন্ত জলিল। বাংলাদেশ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই সুপারস্টারের নামের আধ্যাক্ষর নিয়ে ‘এজে’ শব্দটি যুক্ত হয়েছে। ‘এজে’ শব্দটি অনেক আগেই ব্র্যান্ডিংয়ে পরিণত হয়েছে। যেমন করে শাহরুখ খানের সংক্ষিপ্ত রূপ ‘এসআরকে’ ব্র্যান্ডিং হয়েছে। বাংলাদেশের কোনো নায়কের সংক্ষিপ্ত রূপকে ব্র্যান্ডিং করার নজির এই প্রথম স্থাপিত হলো। ‘এজে’ শুধু বাংলাদেশে নয়, বিশ্বের শোবিজ অঙ্গনেও তা ব্যাপক পরিচিত। অনন্ত জলিলকে তারা ‘এজে’ নামেই চেনেন। ফলে কারিণা কাপুর ও এজেÑএই দুই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকার এক মঞ্চে পারফরমের বিষয়টি দর্শকের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এই প্রথম ভারত ও বাংলাদেশের দুই সুপারস্টারের একই মঞ্চে সমান্তরালভাবে পারফরম করার ঘটনা ঘটতে যাচ্ছে, যেখানে সত্যিকার অর্থে দুই দেশের সংস্কৃতির সমান প্রতিফলন ঘটবে। বাংলাদেশের হয়ে অনন্ত জলিল দেশের সংস্কৃতির প্রতিনিধিত্ব করবেন। বলার অপেক্ষা রাখে না, অনন্ত বরাবরই নিজেকে ব্যতিক্রমভাবে উপস্থাপন করেন। এই ব্যতিক্রমের সাথে তার ব্যক্তিত্ব যুক্ত হয়ে একটি হেভিওয়েট ইমেজ সৃষ্টি হয়েছে, যা সবশ্রেণীর দর্শকের কাছে ব্যাপক গ্রহণীয় হয়ে উঠেছে। অনন্ত মানে ভিন্ন কিছু, নতুন কিছুÑএমন প্রত্যাশার সৃষ্টি হয়েছে। অনন্তও তাদের প্রত্যাশা ধারণ করে প্রতিনিয়ত সিনেমা হোক আর স্টেজ হোকÑসব জায়গায় নিজেকে নতুনভাবে উপস্থাপন করছেন। এবারের ‘বডিউড কুইন-এজে নাইট’ ইভেন্টেও তাকে দর্শক এক নতুন রূপে দেখতে পাবেন, এটা নিশ্চিত করে বলা যায়। কারিণা কী ধরনের পারফরম করবেন, তা দর্শক সহজেই অনুমান করতে পারেন। তার অভিনীত জনপ্রিয় কিছু গানের সাথে পারফরম করবেন, এটা অনেকটাই নিশ্চিত। তবে অনন্ত কী করবেন, তা একেবারেই অজানা। এ ব্যাপারে অনন্ত বলেন, এটি সিক্রেট ব্যাপার। বলেই যদি দেই, তাহলে দর্শক অনুষ্ঠানে গিয়ে কি দেখবেন! এটা অনেকটা সিনেমার গল্পের মতো। আগে থেকে যদি দর্শক গল্প জেনে ফেলে, তাহলে সে সিনেমার প্রতি তাদের আগ্রহ হারিয়ে যায়। গল্পটি যদি এমন হয়, শেষ পর্যন্ত কী ঘটবে জানা না থাকে, তাহলেই দর্শক সিনেমাটি দেখতে হলে যাবেন এবং শেষ পর্যন্ত অপেক্ষা করবেন। তবে দর্শক আমার কাছ থেকে যে প্রত্যাশা করেন, তার চেয়েও ভিন্ন কিছু করব, এটা বলতে পারি। এজন্য আমাকে অনেক পরিশ্রম করতে হচ্ছে। অনন্তর এ কথা থেকেই বোঝা যায়, অনুষ্ঠানের মূল আকর্ষণ হয়ে থাকবে অনন্তর পারফরমেন্স। অনন্তর এই পারফরমেন্সের মধ্য দিয়ে, এটাও প্রমাণিত হবে, বাংলাদেশের নায়করাও বলিউডের নায়কদের চেয়ে কোনো অংশে কম নয়। বরং কোনো কোনো ক্ষেত্রে এগিয়ে। আর একমাত্র অনন্তই বলতে পারেন, বলিউডের শিল্পীদের সাথে নয়, বরং তার সাথে বলিউডের শিল্পী পারফরম করবে। তার এই আত্মবিশ্বাসী কথার মধ্য দিয়ে দেশপ্রেম এবং দেশের প্রতিনিধিত্ব করার দৃঢ়তা প্রকাশিত হয়েছে। এটা তিনি করতে পেরেছেন এ জন্য যে, বিশ্ব দরবারে দেশের প্রতিনিধিত্ব করার যে নিরন্তর প্রচেষ্টা ও সদিচ্ছা থাকা দরকার, তার সবই তিনি প্রয়োগ করেছেন এবং করে যাচ্ছেন। এই অর্জিত পার্সোনালিটির কারণেই বলিউড কেন, বিশ্বের যে কোনো তারকার সাথে একই মঞ্চে সমানতালে পারফরম করা তার জন্য কোনো ব্যাপারই নয়। আর এটাও বাস্তব, অনন্ত যেখানেই যান না কেন, সেখানে তার উপস্থিতিতে পুরো পরিবেশই বদলে যায়। ভক্ত, দর্শকদের মধ্যে এক ধরনের আনন্দের ফল্গুধারা বয়ে যায়। বলিউড কুইন-এজে নাইট অনুষ্ঠানটি যে তার কারণে আরও বর্ণিল হয়ে উঠবে, তাতে সন্দেহ নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।