Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লিবিয়ায় হাফতার নিয়ন্ত্রিত এলাকায় ২২৫ লাশ উদ্ধার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২০, ১২:০৪ এএম

লিবিয়ায় যুদ্ধবাজ হাফতারের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন গণকবর থেকে ২২৫টি লাশ উদ্ধার করা হয়েছে। দেশটির জাতিসংঘ সমর্থিক সরকার গতকাল বুধবার (১৫ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির। জুন মাসে যুদ্ধবাজ হাফতার বাহিনীর নিয়ন্ত্রণে থাকা তারহুনা অঞ্চল দখলে নেয় সরকারি বাহিনী ‘ভলকানো অব রেইজ’। এরপর থেকে সেখানে একের পর এক গণকবরের সন্ধান মিলতে থাকে। গত ৪০ দিনে তারহুনা অঞ্চলের বিভিন্ন গণকবর থেকে ২২৫ জনের লাশ উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। মৃতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে। জুলাই মাসের শুরুতে লিবিয়া সরকারের প্রেস অফিস থেকে জানানো হয়েছিল, ৫ থেকে ২৮ জুন পর্যন্ত তারা তারহুনার বিভিন্ন গণকবর ও স্থান থেকে ২০৮টি মরদেহ উদ্ধার করেছে। সে সময় তারহুনা শহরের হাসপাতাল থেকে শতাধিক মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। আনাদোলু।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লিবিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ