মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সমাজের নিম্নবিত্ত শ্রেণি ও একা মায়েরা (সিঙ্গেল মাদার) বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে বার্লিনভিত্তিক গবেষণা সংস্থা ‘ফোর্সা’ এক জরিপের ফলাফলে জানিয়েছে। ফোর্সার জরিপটি নিয়ে প্রতিবেদন গত সোমবার বার্লিনে প্রকাশ হয়েছে। ফোর্সা’র প্রধান মানফ্রেড গ্যুলনার এ ব্যাপারে বলেছেন, করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব নারীদের ওপর বেশি পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছেন তারাই বেশি। তবে নারীরা তা ঠিকই কাটিয়ে উঠতে সক্ষম হবেন। ১৯ শতাংশ শ্রমিক, কর্মচারী, কর্মকর্তার পরিবার করোনাভাইরাস মহামারিতে শিশুদের দেখাশোনার জন্য ছুটি নিয়েছে। একক মায়েদের ক্ষেত্রে এই হিসেব ৩০ শতাংশ। করোনা সঙ্কটে ক্ষুদ্র ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কৃষক, খÐকালীন কর্মী এবংক্ষুদ্র ব্যবসায়ীদের ৩৯ শতাংশ করোনাভাইরাসের কবলে পড়লেও আগের মতোই কাজ করতে পেরেছেন। যদিও ২২ শতাংশ মানুষের কাজ পুরোপুরি বন্ধ ছিল। আর ৩৯ শতাংশের কাজ কমিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে নারী ওক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে শতকরা ৩২ ভাগ এবং একক মায়েদের মাত্র ১৫ শতাংশ আগের মতোই কাজ করতে পেরেছেন। জানা গেছে, জার্মানির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে ফোর্সা›র করা জরিপে সে দেশের ৩০ হাজারেরও বেশি মানুষ অংশ নিয়েছে। ডয়চে ভেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।