মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এক মাসে দুইবার বাল্য বিয়ের শিকার হয়েছে কেনিয়ার ১২ বছর বয়সী এক শিশু। পরবর্তীতে সরকারি কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে। বুধবার বিবিসি জানায়, আফ্রিকার দেশটির রাজধানী থেকে পশ্চিমে নারোক কাউন্টিতে এই ঘটনা ঘটে। শিশুটিকে প্রথমে ৫১ বছর বয়সী এক ব্যক্তির সঙ্গে জোরপূর্বক বিয়ে দেয় তার বাবা। সেখান থেকে শিশুটি পালিয়ে যায়। এরপর ৩৫ বছর বয়সী এক যুবককে বিয়ে করতে বাধ্য হয় সে। এরপর কেনিয়ার শিশু অধিকার কর্মীরা ও সরকারি কর্মকর্তারা তাকে উদ্ধার করে। এক শিশু অধিকার কর্মী জানান, বাল্যবিয়ের শিকার এক শিশুকে উদ্ধার করতে গিয়ে ১২ বছর বয়সী এই শিশু সম্পর্কে জানতে পারেন তারা। নারোক কাউন্টি পিস অ্যাসোসিয়েশনের জশুয়া কাপুতাহ বলেন, বিয়ের জন্য শিশুটিকে তার বাবা এক বয়স্ক ব্যক্তির হাতে তুলে দেয়। অধিক বয়সী ওই ব্যক্তিকে বিয়ে করা ছাড়া তার কোনো উপায় ছিল না। করোনাভাইরাস মহামারীর কারণে স্কুল বন্ধ সেই সঙ্গে সৃষ্ট দারিদ্র্য সংকটের কারণে আফ্রিকার শিশুরা এভাবে বাল্য বিয়ের শিকার হচ্ছে। তিনি বলেন, অনেক পরিবার দুইটি বা তিনটি গরুর বিনিময়ে শিশুদের বিয়ে দিয়ে দিচ্ছে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।