Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিলেন তামিম

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২০, ১২:০১ এএম

২০১৩ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল সেন্ট লুসিয়া জুকসের হয়ে খেলেছিলেন তামিম ইকবাল। দলকে বেশ কিছু ম্যাচ জিতিয়ে হয়েছিলেন মধ্যমণি। এবারও তাই আসরটিতে খেলার ডাক পেয়েছিলেন দেশসেরা এই ওপেনার। একটি ফ্র্যাঞ্চাইজি থেকে ৯০ হাজার ডলারের চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ‘না’ বলে দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
সিপিএলের এবারের আসর হবে ১৮ আগাস্ট থেকে ১০ সেপ্টেম্বর। করোনাভাইরাস পরিস্থিতিতে এবার টুর্নামেন্টের ৩৩ ম্যাচের সবকটি হবে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোয়। সব দলের ক্রিকেটার ও টুর্নামেন্ট সংশ্লিষ্ট সবাইকে রাখা হবে একই হোটেলে। তবুও বেশ কিছু দিক বিবেচনা করে লোভনীয় এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন তামিম, ‘প্রস্তাবটি যথেষ্টই আকর্ষণীয় ছিল। তবে অনেক কিছু ভাবনায় রাখতে হয়েছে আমাকে। প্রথমত, আমাদের দেশের করোনাভাইরাস পরিস্থিতি এখনও খুব ভালো নয়। আমি খেলতে যাওয়ার পর আমার পরিবারের কেউ আক্রান্ত হলে দ্রুত ফিরে আসা খুব কঠিন। ক্যারিবিয়ানে ও সারা বিশ্বের বিমান যোগাযোগ এখনও স্বাভাবিক নয়। এতসব দুর্ভাবনা নিয়ে খেলাও কঠিন।’
গত মার্চে এক রাউন্ড হয়ে বন্ধ হয়ে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে নেতৃত্ব দিচ্ছিলেন তামিম। আগস্টের তৃতীয় সপ্তাহে বা শেষ দিকে ক্রিকেটারদের অনুশীলনে ফেরানো যাবে বলে আশা করছেন বিসিবি কর্তাদের অনেকে। এটিও ভাবনায় এনেছেন বলে জানালেন ড্যাশিং এই বাঁ-হাতি ওপেনার, ‘ঈদের পর ঢাকা প্রিমিয়ার লিগের খেলা যদি শুরু হয়, সেটিও ভাবতে হয়েছে। কারণ আমার ক্লাব আমাকে ঘিরেই দল ও পরিকল্পনা সাজিয়েছে। সব মিলিয়েই না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সিপিএলের যে ফ্র্যাঞ্চাইজি আমার প্রতি আগ্রহী ছিল, তাদেরকে ধন্যবাদ জানিয়েই বলেছি যে এই পরিস্থিতিতে যাওয়া কঠিন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ