Inqilab Logo

মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অনুশীলনে ফিরেছেন রায়না-পন্তরা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২০, ১২:৪৬ এএম

করোনাভাইরাস সংক্রমণের ফলে ক্রিকেট থেকে লম্বা ‘ছুটি’ মিলেছিল ক্রিকেটারদের। তবে ধীরে ধীরে নিজেদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে শুরু করেছে অনেক দেশের ক্রিকেটারেরাই। এরই মধ্যে করোনাকালের প্রথম টেস্ট ম্যাচ খেলে ফেলেছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের সঙ্গে সিরিজ খেলার জন্য সে দেশে চলে গেছে পাকিস্তান দলও। নিশ্চিত হয়েছে ভারত দলের অস্ট্রেলিয়া সফরও। সেই সুসংবাদ পেয়েই কি-না, ভারতীয় ক্রিকেটাররাও ফিরেতে শুরু করেছেন অনুশীলনে।
গতপরশুই অস্ট্রেলিয়া সফরের বিষয়টি নিশ্চিত করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সেদিনই অনুশীলনে নামেন ওপেনার সুরেশ রায়না ও উইকেটরক্ষক ঋষভ পন্ত। করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বসে থাকার পর নিজেদের ঝালিয়ে নিতে নেটে অনুশীলন করেছেন দুজনে। ইনস্টাগ্রামে নিজেদের অনুশীলনের ভিডিও দিয়েছেন রায়না। পোস্টে ঋষভ পন্তকে ট্যাগ করে বলেছেন, ‘চলো, দিন শুরু করা যাক।’ আরেকটি পোস্টে লিখেছেন, ‘কঠোর পরিশ্রম কর, হাল ছেড় না এবং পুরস্কার বুঝে নাও।’ ভিডিওতে দেখা গেছে রায়না ও পন্ত দুজনে নেটে একটু পর পর স্ট্রাইক বদলে ব্যাটিং অনুশীলন করছেন।
২০১৮ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রায়না। ৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যান এখন আইপিএলের জন্য নিজেকে প্রস্তুত করছেন। পন্তের জন্য এই অনুশীলন আরও বেশি গুরুত্বপূর্ণ। শুধু আইপিএল নয়, তাঁকে যে ভারতীয় দলের কথাও ভাবতে হচ্ছে! ২২ বছর বয়সীকেই মহেন্দ্র সিং ধোনির দীর্ঘমেয়াদী উত্তরসূরি ভাবা হচ্ছে তাকে। করোনার আগে ধারাবাহিকতার অভাবে দলে জায়গা হারিয়ে ফেলা পন্তের জন্য অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে সামনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনুশীলন

১৭ এপ্রিল, ২০২২
২১ ফেব্রুয়ারি, ২০২২
৭ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ