Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাবানলে পুড়ছে সাইবেরিয়ার জঙ্গল, বাঁচানোর চেষ্টা রুশ দমকল বাহিনী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২০, ৩:০৪ পিএম

ভয়াবহ দাবানলের কবলে পড়েছে সাইবেরিয়ার জঙ্গল। আগুনে পুড়ে সাফ হচ্ছে জঙ্গলের বিস্তীর্ণ এলাকা। এ অবস্থায় জঙ্গল বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন রাশিয়ার অগ্নিনির্বাপক কর্মীরা।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এরইমধ্যে আগুনে গ্রাস করেছে অন্তত তিন লাখ ৩৩ হাজার হেক্টর জমি। আগুনে নেভানোর অভিযানে নেমেছে দমকল বাহিনীর ১৬৪ ব্যক্তি। এছাড়া, স্থলভাগে আরো কাজ করছে তিনটি ইউনিট।

ভয়াবহ আগুনের কারণে সাইবেরিয়ার ক্রাসনোইয়ারস্ক এলাকায় রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

উদ্ধারকর্মীরা জানিয়েছে, সাইবেরিয়া জঙ্গল এলাকায় ছোট বড় সব মিলিয়ে অন্তত ৩০০টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে বেশকিছু নেভানো হয়েছে তবে বেশ কিছু এলাকা অতিমাত্রায় দুর্গম হওয়ার কারণে আগুন নেভানো সম্ভব নয়। জুন মাসের মাঝামঝি সময় থেকে বর্তমান সময় পর্যন্ত উত্তর সাইবেরিয়া এলাকায় এবার নজিরবিহীন উষ্ণতা দেখা দিয়েছে।

সূত্র: পার্সটুডে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ