মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাসে লণ্ডভণ্ড পৃথিবী। প্রথম বলা হয়েছিলো কয়েকবাসের ব্যবধানে করোনাভাইরাস বিলুপ্ত হবে। কিন্তু দিন যত যাচ্ছে ততই আরও শক্তিশালী হচ্ছে করোনা।
এবার শীতের মৌসুমে করোনা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। করোনা পরিস্থিতি কতটা খারাপ হতে পারে সে ব্যাপারে ধারণা তৈরিতে ব্রিটেনের প্রেক্ষাপটে একটি মডেল দাঁড় করানো হয়েছে। যাতে বিজ্ঞানীরা বলছেন, শীতের মৌসুমে ব্রিটেনে করোনায় আরও ১ লাখ ২০ হাজার মানুষ মৃত্যুবরণ করতে পারে। তবে এ মডেল তৈরিতে সম্ভাব্য লকডাউন, ভ্যাকসিন কিংবা চিকিৎসাকে বিবেচনায় নেওয়া হয়নি।
ওই মডেলে বলা হয়, আগামী জানুয়ারি ও ফেব্রুয়ারিতে পরিস্থিতি বেশি খারাপ রূপ ধারণ করতে পারে।
বিজ্ঞানীরা বলছেন, করোনা পরিস্থিতির ঝুঁকি কমিয়ে আনা যেতে পারে... যদি তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা হয়।
নতুন এ গবেষণায় বলা হয়েছে, শীতে এ ভাইরাস দীর্ঘ সময় ধরে টিকে থাকতে পারে। শীতে যখন মানুষ ঘরেই বেশি সময় কাটায় তখন আরও বেশি পরিমাণে ছড়িয়ে পড়তে পারে।
এ পর্যন্ত ব্রিটেনে মহামারী করোনাভাইরাসে ৪৪ হাজার ৮৩০ জনের মৃত্যু হয়েছে। সূত্র: বিবিসি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।