মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা রক্ষা করার প্রচেষ্টা চালাতে ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। দেশটি বলেছে, পরমাণু সমঝোতাকে বাঁচাতেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানবিরোধী অস্ত্র নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রস্তাবে ভেটো দেয়ার সিদ্ধান্ত নিয়েছে চীন ও রাশিয়া।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সোশ্যাল কাউন্সিলের সদস্য ও সামরিক ম্যাগাজিন ‘ন্যাশনাল ডিফেন্স’র সম্পাদক ইগোর কোরোৎচেঙ্কো এ আহ্বান জানিয়েছেন।
তিনি ইরানের বার্তা সংস্থা ইরনাকে দেয়া সাক্ষাৎকারে বলেন, পরমাণু সমঝোতা স্বাক্ষরের পাঁচ বছর অতিক্রান্ত হলেও জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন এখন পর্যন্ত তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি।
তিনি বলেন, পরমাণু সমঝোতা রক্ষা করার এখন একটিই উপায় রয়েছে আর তা হলে ওই তিন ইউরোপীয় দেশকে আমেরিকার পদলেহন না করে নিজেদের রাজনৈতিক সদিচ্ছার প্রমাণ দিতে হবে।
২০১৫ সালের জুলাই মাসে ইরানের সঙ্গে স্বাক্ষরিত এ সমঝোতা নিয়ে ছিনিমিনি খেলা বেশিদিন চলতে পারে না উল্লেখ করে কোরোৎচেঙ্কো বলেন, আমেরিকা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এমন কোনো প্রস্তাব পাসের চিন্তা করতে পারে না যাতে ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা পুনর্বহাল করা যায়; কারণ চীন ও রাশিয়া তাতে ভেটো দেবে।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।