Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগ্রাসী পদক্ষেপ নেয়ার আহবান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২০, ১২:০২ এএম

প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ন্ত্রণে আরও আগ্রাসী পদক্ষেপ নিতে বিশ্বের দেশগুলোর প্রতি আহবান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও। বিশ্বের বিভিন্ন দেশে উদ্বেগজনক হারে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার মধ্যে ডব্লিউএইচও এই আহবান জানালো। গত ছয় সপ্তাহ ধরে বিশ্বজুড়ে দ্বিগুণের বেশি সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে উজবেকিস্তানে শুক্রবার থেকে ফের লকডাউন শুরু হয়েছে। আর হংকং জানিয়েছে, তারা স্কুল বন্ধ করে দেবে। সেখানে স্থানীয়ভাবে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শহরটির কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। ইতালি, স্পেন, দক্ষিণ কোরিয়া ও ভারতের সবচেয়ে বড় বস্তির উদাহরণ টেনে আরও আগ্রাসী পদক্ষেপ নিতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহবান জানিয়েছেন ডব্লিউএইচও প্রধান টেডরোস আধানম গেব্রেয়িসাস। তিনি বলেন, এটা প্রমাণ করেছে যে- প্রাদুর্ভাব যত ভয়াবহই হোক না কেন এটার বিস্তার রোধ করা সম্ভব। এমন এক সময় বিশ্ব স্বাস্থ্য এই মন্তব্য করলো যখন আবহাওয়ার কারণ দেখিয়ে নিউ হ্যাম্পশায়ারে একটি নির্বাচনী সমাবেশ বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিড় এবং আবদ্ধ জায়গা বাতাসে ভেসে বেড়ায় করোনাভাইরাস মহামারি বিশেষজ্ঞদের এমন সতর্কতার পরও বড় একটি সমাবেশের পরিকল্পনা করেছিলেন ট্রাম্প। দ্য হিন্দু, জিও টিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ