Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিঙ্গাপুরে ক্ষমতাসীন দলের বিপুল ভোটে বিজয় লাভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২০, ২:৪৭ পিএম

বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতির মধ্যে অনুষ্ঠিত হওয়া সিঙ্গাপুরের সাধারণ নির্বাচনে জয় পেয়েছে ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পাটির্ (পিএপি)। গতকাল শুক্রবার অনুষ্ঠিত হওয়া নির্বাচনে ৯৩টি সংসদীয় আসনের মধ্যে ৮৩টিতে জয় লাভ করেছে পিএপি। এবার মোট ভোটের ৬১.২ শতাংশ পেয়েছে পিএপি। তবে ২০১৫ সালের নির্বাচনে প্রায় ৭০ শতাংশ ভোট পেয়ে জয় লাভ করেছিল ১৯৬৫ সাল থেকে সিঙ্গাপুরের ক্ষমতায় থাকা পিপলস অ্যাকশন পার্টি। এ খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
মহামারির মধ্যেই সিঙ্গাপুরের জনগন উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোট দিয়েছে। সন্ধ্যা পর্যন্তও বিভিন্ন কেন্দ্রের বাইরে ভোটারদের ভীড় ছিলো। সে কারণে ভোট দেওয়ার সময় ২ ঘণ্টা বাড়ানো হয়। যা দেশটির নির্বাচনের ইতিহাসে প্রথমবার ঘটলো। রাত ১০টায় শেষ হয় ভোটগ্রহণ।
এরপর গণনার কাজ শুরু হয়। সেখানে ওয়ার্কার্স পার্টিকে বড় ব্যবধানে হারিয়ে ক্ষমতায় টিকে যায় পিপল’র অ্যাকশন পার্টি। এই দলটি ১৯৫৯ সাল থেকে ক্ষমতায় রয়েছে। ১৩তম সাধারণ নির্বাচনে তাদের পক্ষে ৬১ শতাংশ ভোট পড়ে। যা ২০১১ সালের পর সর্বনিম্ন। সেবার পড়েছিল মাত্র ৬০ শতাংশ ভোট।
ভোট গণনা শেষে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সেইন লুং বলেন, ‘আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি। জনগণের সমর্থন পেয়েছি। যদিও পপুলার ভোটের শতাংশ খুব একটা বেশি না।’
বিরোধী দল বিশাল ব্যবধানে হারলেও তাদের ইতিহাসে সর্বোচ্চ আসন পেয়েছে। আগের সাধারণ নির্বাচনে ওয়ার্কার্স পার্টি পেয়েছিল মাত্র ৬টি আসন। এবার পেয়েছে ১০টি আসন। যা সিঙ্গাপুরে ১৯৬৮ সালে নির্বাচন শুরু হওয়ার পর তাদের পাওয়া সর্বোচ্চ আসন।
এশিয়া প্যাসিফিক অঞ্চলের মধ্যে সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা অনেক। দেশটিতে এ পর্যন্ত ৪৫ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। আর এ কারণে সিঙ্গাপুরে বড় ধরনের কোনো জনসমাগম বা আয়োজন নিষিদ্ধ করা হয়েছে। এর আগে করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারি পরিস্থিতির মধ্যে এপ্রিলে সাউথ কোরিয়ায় ভোট অনুষ্ঠিত হয়, জুনে অনুষ্ঠিত হয় সার্বিয়ায়। দুই দেশেই ভোটাররা ক্ষমতাসীন সরকারকেই ক্ষমতায় ফিরিয়ে আনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ