মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাস সংক্রান্ত কঠোর কোয়ারেন্টিন আইন তুলে নেয়া হয়েছে যুক্তরাজ্যের অন্তর্ভুক্ত অঞ্চল এবং বিশ্বের ৭০টিরও বেশি দেশের ভ্রমণকারীদের জন্য। গত বৃহস্পতিবার মধ্যরাতের ঠিক পরেই দেশটির পররাষ্ট্র দফতর এক টুইট বার্তায় এ ঘোষণা দেয়। পরিবর্তিত নতুন নিয়ম গতকাল থেকে ওয়েলস এবং ইংল্যান্ডে কার্যকর হয়েছে। ভ্রমণকারীদের এখন থেকে ১৪ দিনের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে না হলেও ভ্রমণকারীরা যেখানে অবস্থান করবেন, তাদেরকে সেখানকার ঠিকানা নথিবদ্ধ করতে হবে। তবে, যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে আগতদের এখনও কোয়ারেন্টিনের নিয়ম অনুসরণ করতে হবে।
ঠিকানা না দেয়ার ক্ষেত্রেও কিছু ব্যতিক্রম রেখেছে যুক্তরাজ্য। ঘোষণায় উল্লেখ করা হয় যে, যারা গতানুগতিক অঞ্চলের মধ্যে ভ্রমণ করছেন এবং যারা গত ২ সপ্তাহ ধরে সেই অঞ্চলগুলোতে রয়েছেন, ক‚টনীতিকগণ, আন্তর্জাতিক সংস্থার কর্মী, বিদেশি প্রতিনিধি এবং প্রতিরক্ষা কর্মীদের নির্দিষ্ট ঠিকানা না থাকলেও চলবে।
বাধ্যতামূলক কোয়ারেন্টিনের নিয়ম বিমান, সমুদ্র বা ট্রেনে করে আগতদের এবং যুক্তরাজ্যের নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য ছিল। তবে এখন ৫৮টি দেশ এবং ১৪টি ব্রিটিশ অঞ্চল থেকে কম ঝুঁকিপূর্ণ বলে মনে করা ইংল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডে আগত ভ্রমণকারীদের ছাড় দেয়া হয়েছে। যুক্তরাজ্যের কোয়ারেন্টিন শিথিলের পুরো তালিকায় ফ্রান্স, ক্রোয়েশিয়া এবং স্পেনের মতো অনেক জনপ্রিয় ইউরোপীয় অবসর গন্তব্য অন্তর্ভুক্ত রয়েছে।
তালিকায় নেই এমন দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, পর্তুগাল, সুইডেন, মেক্সিকো, ব্রাজিল, রাশিয়া, ইরান, ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং চীন। যে দেশগুলোর ক্ষেত্রে কোয়ারেন্টিন নিয়ম প্রযোজ্য হবে না, সেই তালিকায় সার্বিয়াকে অন্তর্ভুক্ত করা হলেও পরে তা সরিয়ে ফেলা হয়। স্কটল্যান্ডের কোয়ারেন্টিন নিয়মও ৫৭টি দেশের জন্য শিথিল করা হয়েছে, যার মধ্যে স্পেন এবং যুক্তরাজ্যের নেতিবাচক তালিকাভুক্ত ১৪টি দেশের নাম নেই।
যুক্তরাজ্যের কোয়ারেন্টিনহীন তালিকার কয়েকটি দেশও পর্যটকদের প্রবেশের অনুমতি দিচ্ছে না। যেমন, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড কেবলমাত্র তাদের নিজস্ব নাগরিক বা স্থায়ী বাসিন্দাদের জন্য উন্মুক্ত। এর আগে, গেল বৃহস্পতিবার যুক্তরাজ্য ঘোষণা করে যে, আগামী সোমবার থেকে দেশটির বিউটি সেলুন, গায়ের রঙ বাদামী করার ও ট্যাটু করার দোকানগুলো আবার চালু করা যাবে এবং জিম ও ইনডোর সুইমিং পুলগুলো চলতি মাসের শেষের দিকে খুলে দেয়া হবে। সূত্র : স্কাই নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।