Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্ধ হোক পাথর উত্তোলন

| প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২০, ১২:০১ এএম

পার্বত্য এলাকার ভূমির গঠন, পরিবেশ ও জীববৈচিত্র্যের স্বকীয়তা রক্ষায় এখানকার নদী, খাল, ঝিরি ও পাহাড়ের প্রয়োজনীয়তা অপরিহার্য। আর এই অপরিহার্যতা বজায় রাখতে প্রাকৃতিক পাথরের গুরুত্ব অপরিসীম। ছোট-বড় এসব পাথর এই অঞ্চলের পর্যটন শিল্পে আলাদা মাত্রা যোগ করেছে। কিন্তু বিভিন্ন কারণে ও অবৈধ মুনাফার লোভে একশ্রেণির মানুষ বান্দরবানের পাহাড়ি এলাকার বিভিন্ন উৎস থেকে নির্বিচারে পাথর উত্তোলন করে যাচ্ছে। যা পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকির। অবাধে পাথর উত্তোলন নিরাপদ পানির সংকটকে প্রকট করার পাশাপাশি নদী ভাঙ্গন ও ভূমিধসের মতো প্রাকৃতিক বিপর্যয়ের পথ মসৃণ করছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বিধিমালা অনুযায়ী, নদী ও এ ধরনের জলাশয় থেকে ভাসমান পাথর ছাড়া তলদেশ খুঁড়ে পাথর উত্তোলন বা সংগ্রহের অনুমতি না থাকলেও প্রভাবশালী পাথর ব্যবসায়ীরা যাবতীয় আইন ও বিধিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে। সড়ক বা এধরনের উন্নয়নমূলক কাজে খরচ কমাতে অনেকেই পাশর্^বর্তী পাহাড়, ঝিরি বা নদীর তলদেশ থেকে পাথর আহরণ করে থাকে। পাথর উত্তোলনের দীর্ঘমেয়াদী পাশর্^প্রতিক্রিয়াকে পাশ কাটিয়ে উন্নয়ন দোহাই দেওয়া মোটেই কাম্য নয়। তাই, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভয়াবহ দুর্যোগ থেকে পাবর্ত্য অঞ্চল ও এখানকার জনসাধারণকে রক্ষায় নির্বিচারে পাথর উত্তোলন বন্ধে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কাম্য।
আবু ফারুক
বনরুপা পাড়া, বান্দরবান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন