Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৫৫ কোটি মানুষ ব্যবহার করবে চীনের ইউয়ান ডিজিটাল মুদ্রা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২০, ৮:০০ পিএম

ইউয়ান ডিজিটাল মুদ্রা চালু করছে চীন, আর তা ব্যবহার করবে ৫৫ কোটি মানুষ।বিটকয়েন ও মার্কিন ডলারের বিপরীতে চীনা মুদ্রা ইউয়ানকে আরো তেজী করতে পরীক্ষমূলকভাবে ইউয়ান ডিজিটাল মুদ্রা চালু করা হচ্ছে রাইড হেইলিং জায়ান্ট কোম্পানি ডিডি চুঝিং’এর সহায়তায়।-আরটি
জানা যায়, ডিডি ছুঝিং’এর ব্যবহারকারী হচ্ছে ৫৫০ মিলিয়ন। চীনের কেন্দ্রীয় ব্যাংকের তদারকিতে এ পরীক্ষা হতে যাচ্ছে। ফলাফল যাচাইয়ের পর আগামী বছর পুরোপুরি ডিজিটাল ইউয়ান চালু হয়ে যাবে বাজারে। বুধবার ডিডি চুঝিং ডিজিটাল কারেন্সি হিসেবে ইউয়ানের লেনদেনের কথা জানায়। ডিডিকে চীনা উবারও বলা হয়ে থাকে। সম্ভবত ডিডি প্রথম বিশে^র কোনো সরকারি ডিজিটাল মুদ্রা বা ভার্চুয়াল মুদ্রায় লেনদেন করতে যাচ্ছে।
ডিডি চুঝিং ’ এর সিইও চেং ওয়েই জানান চীন সরকার তাদের কাছে ডিজিটাল মুদ্রা চালু করতে যে সহায়তা চাইছে তাতে অংশ নেয়াকে একটি সুযোগ বলে মনে করছেন তারা। এভাবে চীনের অর্থনীতিতে সত্যিকার উন্নয়ন সম্ভব হবে বলে জানান তিনি। গত জুনে ডিডি চুঝিং দিনে ৩০ মিলিয়ন রাইড শেয়ার সংখ্যা অতিক্রম করে। এছাড়া দিনে বাইক শেয়ার সংখ্যা ১০ মিলিয়ন ছাড়িয়েছে কোম্পানিটির ।

৬ বছর আগে চীনের কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রা নিয়ে গবেষণা শুরু করে। এরপর ২০২২ সালে দেশটিতে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিকে আনুষ্ঠানিকভাবে এধরনের ভার্চুয়াল মুদ্রা ছাড়ার দিন ধার্য করা হয়। চারটি শহরে ইতিমধ্যে সীমিত পর্যায়ে পরীক্ষাও হয়েছে এ ডিজিটাল মুদ্রাটির । কাগুজে মুদ্রার পরিবর্তে ব্যবহারকারীরা ডিজিটাল মুদ্রা তাদের এ্যাকাউন্টে ফোনের মাধ্যমে লেনদেন করতে পারবেন। এতে মুদ্রা হাতবদলের কোনো প্রয়োজন হবে না। ব্যাংকের মাধ্যম ছাড়াই এ লেনদেন আরো সহজ হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ