মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো করোনাভাইরাসে আক্রান্ত হওয়াতে অবাক হননি জানিয়ে বলেছেন, করোনাভাইরাস বৃষ্টির মতো, যাতে সবাই ভিজবে।
গত মঙ্গলবার ব্রাজিলের প্রেসিডেন্ট নিজেই করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেন। তিনি জানান, তার যেসব উপসর্গ সবই মৃদু এবং এখন তিনি সম্পূর্ণ সুস্থ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে বলসেনারো কোভিড-১৯ নিয়ে ঠাট্টা করেন এবং তিনি বলেন এটা গুরুতর কিছু না। গত রোববার বলসেনারো একটি অনুষ্ঠানে মাস্ক ছাড়া হাজির হন।
এর আগে, করোনাকে একটি ছোট ফ্লু বলেও আখ্যা দিয়েছিলেন তিনি। সেইসঙ্গে করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে জারি করা লকডাউনের ঘোর বিরোধী ছিলেন বলসোনারো। পাশাপাশি করোনাকালে মাস্ক পরা নিয়েও অনীহা ছিল তার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।