Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫ আটক ১২

বাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২০, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ প্রায় ২৫ জন আহত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ এ ঘটনায় ১০ জনকে আটক করেছে।
স্থানীয়রা জানায়, পূর্ব বিরোধের জের ধরে সকালে স্থানীয় ইউপি সদস্য মিজান মিয়া মেম্বার এবং অলি মেম্বারের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৪ পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়। এর আগে গত মঙ্গলবার রাতেও দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সরাইল থানার ওসি আল মামুন-মোহাম্মদ নাজমুল আহমেদ জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে আটক করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রাহ্মণবাড়িয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ