Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

স্বাস্থ্যসেবায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের নয়া উদ্যোগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২০, ৯:৪৫ এএম

নতুন এক সেবা শুরু করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তার একান্ত আগ্রহে চালু হলো মোটরসাইকেলে স্বাস্থ্যসেবা। তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে জরুরি প্রয়োজনে মেডিকেল সেবা পেতে মোটরসাইকেলেই মিলছে এবার অ্যাম্বুলেন্স সেবা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে। কোনো অসুস্থ রোগীকে দ্রুত সেবা দিতে এ ব্যবস্থা। এসব মোটরসাইকেল ঘুরবে শহরের অলি-গলিতে। সাধারণ মানুষ যখনি ডাকবে তখন সাড়া দিবে।


মঙ্গলবার তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক মোটরসাইকেল অ্যাম্বুলেন্সের ভিডিও তাদের ওয়েবসাইটে পোস্ট করে। এতে দেখা গেছে, অনেকগুলো মোটরসাইকেল সারিবদ্ধভাবে মহড়া দিতে। মোটরসাইকেলগুলোতে বিশেষ বাতি ব্যবহার করা হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আপাতত মেট্রপলিটন এলাকার মধ্যে এসব মোটরসাইকেল অ্যাম্বুলেন্স ব্যবহারের সুযোগ থাকবে। এ প্রজেক্টটি চালু করা হয়েছে সময় বাঁচানোর জন্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ