পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
জর্ডান উপত্যকা ও পশ্চিম তীরের সব বসতি সংযুক্ত করার ইসরাইলী পরিকল্পনা সর্বসম্মতভাবে প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের পররাষ্ট্র দফতর, আইন প্রণেতা ও রাজনীতিকরা। পররাষ্ট্র দফতরের মুখপাত্র আয়শা ফারুকি এই সংবাদ সংস্থাকে বলেন, ফিলিস্তিনের ব্যাপারে পাকিস্তানের নীতি অপরিবর্তনীয়। ইসরাইলের কোয়ালিশন সরকার পশ্চিম তীরকে সংযুক্ত করার যে পরিকল্পনা করছে তাতে আমরা উদ্বিগ্ন। তিনি বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভ‚মির যেকোন সংযুক্তির বিরোধিতা করে ইসলামাবাদ। এটা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং এতে ইতোমধ্যে অশান্ত হয়ে পড়া পরিস্থিতির আরো অবনতি ঘটবে। ১৯৬৭ সাল থেকে ফিলিস্তিনি ভূখন্ড অবৈধভাবে দখল করে আছে ইসরাইল। মুখপাত্র বলেন, ফিলিস্তিনের ব্যাপারে জাতিসংঘ ও ওআইসি’র গ্রহণ করা প্রস্তাবগুলো সমর্থন করে পাকিস্তান এবং ফিলিস্তিনীদের অধিকার সমুন্নত করতে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক স¤প্রদায়ের প্রতি আহবান জানায়। পাকিস্তান পার্লামেন্টের উচ্চ কক্ষের ডেপুটি চেয়ারম্যান সালিম মানদিভিওয়ালা বলেন, ইসরাইলের এই পরিকল্পনার ব্যাপারে তার দেশ চুপ থাকতে পারে না এবং ফিলিস্তিনিদের প্রতি অব্যাহত সমর্থন দিয়ে যাবে। অপর এক খবরে বলা হয়, সীমান্তে লাইন অব কন্ট্রোলে (এলএসি) যুদ্ধবিরতি লঙ্ঘন করে ৫ পাকিস্তানি নাগরিকের ওপর গুলি চালানোর ঘটনায় ভারতের সিনিয়র ক‚টনৈতিককে তলব করেছে ইসলামাবাদ। সোমবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কড়া প্রতিবাদ জানানোর জন্য তাকে তলব করা হয় বলে জানিয়ে ডন অনলাইন। আইএসপিআরের এক বিবৃতিতে বলা হয়, রোববার রাতে নিকিয়াল সেক্টরে ভারতীয় বাহিনীর উসকানিম‚লক গুলিতে ৫ জন বেসামরিক নাগরিক আহত হন। আহতদের মধ্যে ৩ জন বালক ও দুইজন নারী। পাকিস্তানি সেনাবাহিনী এর যথাযথ জবাব দিয়েছে তিনি যোগ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ভারতীয় বাহিনীর উসকানিম‚লক গুলিতে ১০ বছর বয়সী জোনায়েদ, ৭ বছরের আরিয়ান, ৭০ বছরের বৃদ্ধা জাহান বেগম, ৫০ বছর বয়সী জুবায়েদা বিবি ও ১৫ বছরের কামরান শফিক গুরুতর আহত হন। আনাদোলু, ডন অনলাইন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।