Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিচ্ছে কোটি চীনা শিক্ষার্থী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২০, ১২:০১ এএম

নভেল করোনাভাইরাস মহামারির মধ্যে চীনে এক কোটিরও বেশি শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। বিবিসি জানায়, চীনা বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির জন্য কঠিন প্রতিযোগিতাম‚লক এই পরীক্ষা চলবে দু’দিন ধরে। চীনা ভাষায় এই পরীক্ষার নাম ‘গাওকাও’। এবার এক কোটি ১০ লাখ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে। করোনা সংক্রমণ রোধে এবার এই পরীক্ষা এক মাস পিছিয়ে দেয়া হয়েছিল। চলতি বছর এই পরীক্ষা আগের চেয়েও কঠিন হবে বলে মনে করা হচ্ছে। কারণ করোনাভাইরাস মহামারির জন্য বছরের শুরু থেকে স্কুল-কলেজ বন্ধ ছিল। চীনা সাইকিয়াট্রিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য ইয়ে মিনজি বার্তা সংস্থা এএফপিকে বলেন, পরীক্ষার্থীদের ওপর মানসিক চাপও এবার বেশি হবে কারণ এরা দীর্ঘদিন ধরে ঘরের মধ্যে আটক ছিলেন। চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, পরীক্ষার সময় সব পরীক্ষার্থী এবং মনিটরকে নিরাপদ দ‚রত্ব বজায় রাখতে হবে। এজন্য অতিরিক্ত ক্লাসরুমের ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার হলে ঢোকার আগে সব ছাত্রের স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলেও খবরে বলা হয়েছে। এদিকে রাজধানী শহর বেইজিংয়ে করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণ শুরু হলেও, সেটি নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে। বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভর্তি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ