মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
লিবিয়ায় তুরস্কের সামরিক ঘাঁটিতে বিমান হামলার জন্য আরব আমিরাত বিরুদ্ধে অভিযোগ তুলেছে আঙ্কারা। মিডল ইস্ট আই জানায়, শনিবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হুলুসি আকার লিবিয়ায় সফরের কয়েক ঘণ্টা পর এই হামলার ঘটনা ঘটে।
এই হামলায় লিবিয়ায় তুরস্কের আল-ওয়াতিয়া সামরিক ঘাঁটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় তুর্কি কর্মকর্তারা সতর্ক করেন যে, এই হামলার ঘটনা উত্তর আফ্রিকার দেশটিতে সংঘাত আরও বাড়িয়ে তুলবে।
তুরস্ক জানায়, আরব আমিরাতের দাসল্ট মিরাজ বাহিনী এই হামলা ঘটিয়ে থাকতে পারে। যারা মিশর এবং রাশিয়ার পাশাপাশি লিবিয়ার হাফতার বাহিনীকে সামরিকভাবে সমর্থন দিয়ে থাকে। তবে এই হামলায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বলে তুরস্ক জানিয়েছে।
এদিকে আমিরাতের রাজ পরিবারের উপদেষ্টা আবদুলখালেক আবদুল্লাহ এক টুইট বার্তায় স্বীকার করেন যে, আরব আমিরাত লিবিয়ায় আল-ওয়াতিয়া বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে।
তিনি বলেন, সমস্ত আরবদের পক্ষে আরব আমিরাত তুর্কিদের একটি শিক্ষা দিয়েছে। তবে পরবর্তীতে এই টুইট সরিয়ে ফেলেন আবদুলখালেক আবদুল্লাহ।
এক তুর্কি কর্মকর্তা বলেন, আমি কেবল এটাই বলতে পারি, এই হামলা বড় একটি ভুল। এর প্রতিশোধ নেয়া হবে।
গত মাসে বেশ কয়েকটি সূত্র থেকে জানা গিয়েছিল যে, আল-ওয়াতিয়াকে স্থায়ী ঘাঁটিতে রূপান্তর করতে যাচ্ছে তুরস্ক। এরপরে লিবিয়ায় তুর্কি ঘাঁটিতে এই হামলা হলো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।