মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাসে বিপর্যস্ত লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর শরীরে করোনাভাইরাসের লক্ষণ দেখা দিয়েছে। সে কারণে সোমবার (৬ জুলাই) তিনি আবারো করোনার টেস্টও করিয়েছেন। খবর আল জাজিরার।
গতকাল ব্রাজিলের স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয় যে ব্রাজিলে প্রেসিডেন্টের শ্বাসকষ্টসহ করোনার বেশ কিছু লক্ষণ প্রকাশ পেয়েছে। শরীরে জ্বরও আছে।
সে কারণে সোমবার তিনি করোনা টেস্ট করান। ফুসফুসও টেস্ট করান। এরপর প্রেসিডেন্ট প্যালেসের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি করোনা টেস্ট করিয়েছি। ফুসফুস টেস্ট করিয়েছি। আমার ফুসফুস পরিষ্কার। কোনও সমস্যা নেই।’
করোনার ব্যাপারে বরাবরই উদাসীন জাইর বোলসোনারো। করোনাকে তিনি সাধারণ ফ্লু হিসেবেই বিবেচনা করছেন শুরু থেকে। করোনার সংক্রমণ রুখতে লকডাউন ঘোষণা করারও বিপক্ষে ছিলেন তিনি। করোনা নিয়ে তার এমন উদাসীনতার কারণে দুজন স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেছেন। তারপরও তিনি করোনা নিয়ে সিরিয়াস হননি।
সেটার খেসারত এখন দিচ্ছে ব্রাজিল। এ পর্যন্ত দেশটিতে ১৬ লাখ ২৬ হাজার ৭১ জন আক্রান্ত হয়েছে। যা বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্ছ। মারা গেছে ৬৫ হাজার ৫৫৬ জন (বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বেোচ্চ)। সেরে উঠেছে ৯ লাখ ৭৮ হাজার ৬১৫ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।