Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোদির ৩ ব্যর্থতা হার্ভার্ডে

এনডিটিভি | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২০, ১২:০০ এএম

কোভিড- ১৯ পরিস্থিতি, নোট বাতিলের সিদ্ধান্ত ও জিএসটির প্রয়োগ। এই ৩টি বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যর্থতার অধ্যায় এবার হার্ভার্ড বিজনেস স্কুলের পড়াশুনোর অন্তর্ভুক্ত হবে।
গতকাল সোমবার তীব্র কটাক্ষ করে টুইট করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। নিজের টুইটের সঙ্গে জুড়ে দেন জাতির উদ্দেশে মোদির ভাষণের একটি ভিডিও এবং ভারতের করোনা আক্রান্তের সংখ্যার ক্রমবর্ধমান গ্রাফের একটি ভিডিও।
তিনি লেখেন, ‘ভবিষ্যতে এইচবিএস (হার্ভার্ড বিজনেস স্কুল)- এ ব্যর্থতা কেমন হয় তা শেখাতে অবশ্যই এই ৩টি বিষয়ের উপর পড়ানো হবে : ১. কোভিড -১৯। ২. নোট বাতিলের সিদ্ধান্ত। ৩. জিএসটির প্রয়োগ।
প্রধানমন্ত্রীর যে ভিডিওটি রাহুল গান্ধী তার টুইটের সঙ্গে জুড়ে দেন তাতে নরেন্দ্র মোদিকে বলতে শোনা গেছে, ‘মহাভারতের যুদ্ধ জিততে ১৮ দিন সময় লেগেছিল। আর এই করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জিততে ২১ দিন সময় লাগবে।’
বিশ্বে করোনা ক্ষতিগ্রস্তদের তালিকায় এখন রাশিয়াকে টপকে ৩ নম্বরে ভারত। সাত লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত। যেখানে রাশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ছয় লাখ ৮০ হাজার। ভারতের আগে এখন শুধুমাত্র ব্রাজিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ