Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনাভাইরাস বায়ুবাহিত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২০, ১২:০১ এএম

শতাধিক বিজ্ঞানীদের দাবি, বাতাসে ভেসে থাকা নোভেল করোনাভাইরাসের ছোট কণা মানুষকে সংক্রমিত করে এমন প্রমাণ পাওয়া গেছে। একে বায়ুবাহিত রোগ আখ্যা দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে তাদের নির্দেশনা পুনর্বিবেচনার আহবান জানিয়েছেন তারা, এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক টাইমস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, করোনাভাইরাস রোগ সাধারণত ব্যক্তি থেকে ব্যক্তিতে ছড়ায় নাক বা মুখ থেকে হাঁচি, কাশি বা কথা বলার সময় নিঃসরিত জলীয় কণার মাধ্যমে। জাতিসংঘের সংস্থার কাছে লেখা খোলা চিঠিতে ৩২ দেশের ২৩৯ বিজ্ঞানী প্রমাণ দেখিয়েছেন যে বাতাসে ভাসা ছোট কণাও সংক্রমিত করতে পারে। আগামী সপ্তাহে একটি সায়েন্টিফিক জার্নালে তাদের গবেষণার প্রতিবেদন প্রকাশ করা হবে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। এনিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিজ্ঞানীদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস বলছে, হাঁচি বা কাশির পরে বাতাসের মাধ্যমে নিঃসরিত ছোট কণাই হোক কিংবা ছোট শ্বাসপ্রশ্বাসের মাধ্যমেই হোক, করোনাভাইরাসের কণাগুলো বায়ুর মাধ্যমে মানুষের শ্বাস নেওয়ার সময় দেহে প্রবেশ করে। নিউ ইয়র্ক টাইমস, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ