মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কোভিড -১৯ চিকিৎসায় হাইক্সোক্লোরোকুইন ও রিতোনাভিরের যৌথ পরীক্ষা না চালানোর ঘোষণা দিয়েছে। শনিবার এ ঘোষণা দিয়ে তারা বলছে, হাসপাতালে চিৎিসাধীন কোভিড- ১৯ রোগীর মৃত্যু ঠেকাতে এসব ঔষধ খুব সামান্য কিংবা একদমই কাজ করে না।
সংস্থাটি আরো বলছে, যৌথ পরীক্ষা অন্তবর্তী ফলাফলের ভিত্তিতে তারা এ সিদ্ধান্ত নিয়েছে।
সংস্থার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব ঔষধের অন্তর্বতী পরীক্ষার ফলাফলে দেখা গেছে কোভিড- ১৯ চিকিৎসায় হাইক্সোক্লোরোকুইন ও লোপিনাভির/রিতোনাভির মৃত্যুহার কমাতে কিংবা বন্ধ করতে খুব সামান্য ভূমিকা রাখছে। তাই যৌথ পরীক্ষা সাথে যুক্ত বিশেষজ্ঞরা এ পরীক্ষা বন্ধে শীগ্রই উদ্যোগ নেবেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা মার্চ মাসে হাসপাতালে চিকিৎসাধীন কোভিড -১৯ রোগীদের কার্যকর চিকিৎসা খুঁজে পেতে এ সলিডারিটি ট্রায়াল শুরু করে। এতে হাইক্সোক্লোরোকুইন, লোপিনাভির/রিতোনিাভির ও রেসডিসিভির সহ আরো কয়েকটি ঔষধ অন্তভর্’ক্ত করা হয়।
বিভিন্ন দেশের রোগীদের ওপর এ ট্রায়ালের মাধ্যমে এসব ঔষধের কার্যকারিতা যাচাই করা হচ্ছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।