Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণ আফ্রিকায় করোনায় মৃত স্বামীর লাশ অদল-বদল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২০, ২:৪৫ পিএম

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবার মৃত স্বামীর লাশ অদল-বদল হয়ে যাওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটল। দক্ষিণ আফ্রিকায় ঘটেছে এমন একটি ঘটনা। যেখানে এক নারীকে তার স্বামীর দাফনকাজ দুইবার সম্পন্ন করতে হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীর স্বামীর লাশ অন্য আরেক ব্যক্তির সঙ্গে বদল হয়ে যায়।
ইস্টার্ন কেপ প্রদেশের অবসরপ্রাপ্ত নার্স নোমসা নোডা বলেন, গত রোববার তার স্বামীকে কবর দেয়া হয়। কিন্তু তিনদিন পর গোরখোদকরা জানান, একটি ভুল হয়েছে। লাশের নামের যে ট্যাগ থাকে সেটি অদলবদল হয়ে যাওয়াতে এই ঘটনা ঘটেছে। এরপর বৃহস্পতিবার আবারো দাফনকাজ সম্পন্ন করা হয়।
নিহতের স্ত্রী বলেন, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তো সেখানে যেতে দেয়া হয় না। ঠিক সেই কারণেই এই ঘটনাটি ঘটে গেছে। নোডা বলেন, ‘আমি এখন বিমর্ষ।’ খবর: বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ