Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনাভাইরাস: বিশ্বে মৃতের সংখ্যা ৫ লাখ ৩৩ হাজার ছাড়িয়েছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২০, ২:২৯ পিএম

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৩ লাখ ৮০ হাজার অতিক্রম করেছে। মৃত্যু হয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৪৪৯ জনের। এই পর্যন্ত সুস্থ হয়েছে ৬৪ লাখ ৩৯ হাজারের বেশি মানুষ।

আজ রোববার সকালে ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, তালিকায় সবার উপরে থাকা যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত ২৯ লাখ ৩৫ হাজার ৭৭০ জন। করোনায় দেশটিতে প্রাণ গেছে ১ লাখ ৩২ হাজার ৩১৮ জনের।

ব্রাজিলে এই পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৫ লাখ ৭৮ হাজারের বেশি মানুষ। মৃতের সংখ্যা ৬৪ হাজার ৩৬৫ জন। তালিকার তৃতীয় স্থানে থাকা রাশিয়ায় আক্রান্তে সংখ্যা ৬ লাখ ৭৪ হাজার ৬১৫ জন। মৃত্যু হয়েছে ১০ হাজার ২৭ জনের।

৬ লাখ ৭৩ হাজার ৯০৪ জন আক্রান্ত ভারতে। এই পর্যন্ত দেশটিতে লাশের মিছিলে যোগ হয়েছে ১৯ হাজার ২৭৯টি দেহ। ২ লাখ ৯৯ হাজার ৮০ জন মোট আক্রান্ত নিয়ে তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে পেরু। দক্ষিণ আমেরিকার দেশটিতে মৃত্যু হয়েছে ১০ হাজার ৪১২ জনের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ