মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লেহে অবস্থিত ‘ভুয়া’ হাসপাতালে পরিদর্শন করেছেন বলে দেশটি সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। বিশেষ করে হাসপাতাল পরিদর্শনকালে তোলা ছবিতে কোন চিকিৎসক, চিকিৎসা সরঞ্জাম এবং কোন নার্স না থাকায় হাসপাতালটিকে ভুয়া বলে আখ্যায়িত করছেন অনেকে। এ ধরনের রিপোর্টকে গতকাল ‘দূষিত, অসমর্থিত’ বলে অভিহিত করেছেন ভারতীয় সেনাবাহিনী। বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হয়েছে যে, প্রধানমন্ত্রী একটি ভুয়া হাসপাতালে গিয়েছিলেন যেখানে গ্যালওয়ান সংঘর্ষে আহত সৈন্যদের চিকিৎসা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর সফরের একদিন পর মন্ত্রণালয়ের পোস্ট করা সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, ‘২০২০ সালের ৩ জুলাই প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি লেহে যে জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন তার সুযোগ-সুবিধা ও তার অবস্থান সম্পর্কে কিছু মহলে দূষিত ও অসমর্থিত অভিযোগ উঠেছে। দুর্ভাগ্যজনক যে, আমাদের সাহসী সশস্ত্র বাহিনীকে নিয়ে এ ধরনের আচরণ করা হচ্ছে। সশস্ত্র বাহিনী তাদের কর্মীদের সম্ভাব্য সর্বোত্তম চিকিৎসা দেয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, এটি স্পষ্ট করে বলা হয়েছে যে, উল্লিখিত সুবিধাটি ১০০ শয্যার সঙ্কট স¤প্রসারণ ক্ষমতার একটি অংশ এবং জেনারেল হাসপাতাল কমপ্লেক্সের বৃহৎ অংশ’।
এতে আরও বলা হয়েছে যে, কোভিড-১৯ প্রোটোকল জেনারেল হাসপাতালের কয়েকটি ওয়ার্ডকে আইসোশেন ওয়ার্ডে রূপান্তরিত করার প্রয়োজন পড়েছে। বিবৃতিতে বলা হয়, ‘অন্য সময় সাধারণত প্রশিক্ষণ অডিও ভিডিও হল হিসাবে ব্যবহৃত এই হলটিকে কোভিড চিকিৎসা হাসপাতাল হিসাবেও মনোনীত করার পর থেকেই তাকে ওয়ার্ডে রূপান্তর করা হয়েছিল’।
‘গালওয়ান থেকে আগত আহত সাহসী যোদ্ধাদের সেখানে রাখা হয়েছে কোভিড অঞ্চল থেকে কোয়ারেন্টিন নিশ্চিত করতেই। সেনাবাহিনী প্রধান জেনারেল এম এম নারভানে এবং সেনা কমান্ডার একই স্থানে আহত বাহিনীর সদস্যদের পরিদর্শন করেছেন’- সেনাবাহিনীর বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে।
প্রধানমন্ত্রী লেহের একটি হাসপাতালে পরিদর্শন করার অব্যবহিত পরে সামাজিক গণমাধ্যমের বিভিন্ন পোস্টে সফরের সত্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বেশ কয়েকটি পোস্টে হাসপাতাল চত্বরে মেডিকেল কর্মী ও সরঞ্জামের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সূত্র : হিন্দুস্তান টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।