Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে আক্রান্ত ৯ হাজার ছাড়াল

সুস্থ প্রায় ৫ হাজার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২০, ১২:০৩ এএম

চট্টগ্রামে ৯০ দিনে করোনা আক্রান্তের সংখ্যা নয় হাজার ছাড়িয়েছে। গেল ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সে থেকে মে মাস পর্যন্ত সংক্রমণ কিছুটা কম হলেও জুন থেকে তা বেড়েই চলছে। তবে গতকাল পর্যন্ত সিভিল সার্জনের হিসাবে প্রায় পাঁচ হাজার রোগী সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৭১ জন।
এ পর্যন্ত মারা গেছেন ১৮৪ জন। চট্টগ্রামে প্রথম টেস্ট শুরু হয় ২৬ মার্চ থেকে। গতকাল পর্যন্ত ৩৩ হাজার ৮শ’ জনের নমুনা পরীক্ষা করে সংক্রমণ পাওয়া গেছে ৯ হাজার ১২৩ জনের। শুরুতে ল্যাবের সংখ্যা ছিলো একটি। দিনে গড়ে দুইশ’ নমুনা পরীক্ষা হতো। এখন সরকারি বেসরকারি মিলে সাতটি ল্যাবে দিনে এক হাজারের বেশি নমুনা পরীক্ষা হচ্ছে। গতকাল সর্বোচ্চ ১৩৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ২৭১ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরো ১৭১ জনসহ মোট সুস্থ ৪ হাজার ৮৩৪ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ