Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাস্তা কর্তন চার্জ বাবদ চসিককে ৫ কোটি টাকার চেক দিল চট্টগ্রাম ওয়াসা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২২, ৮:৩৭ পিএম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর হাতে নগরীর রাস্তা কর্তন বাবদ ৫ কোটি টাকার চেক হস্তান্তর করেছেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ।

চেক গ্রহণকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, চট্টগ্রাম ওয়াসার সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্পর্ক নিবিড় এবং একে অপরের পরিপূরক। চট্টগ্রাম ওয়াসা নগরীতে স্যুয়ারেজ প্রকল্প পেইজ ২ বাস্তুবায়নে যে পরিকল্পনা গ্রহণ করেছে চসিক তাতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।
এসময় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ কারিগরী ত্রুটি ও পরিক্ষা নিরীক্ষার পর আগামী বছরের প্রথম দিকে চট্টগ্রাম নগরীতে পানি সরবরাহে আর কোন সমস্যা হবে না বলে মেয়রকে আশ্বাস প্রদান করেন।
রোববার (১৬ অক্টোবর) টাইগারপাসস্থ নগর ভবনের মেয়র কক্ষে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ নগরীর রাস্তা কর্তন বাবদ ৫ কোটি টাকার চেক হস্তান্তর করেন।
এসময় মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ওয়াসা কর্তৃপক্ষ নগরীর পানির চাহিদা পূরণে অনেকগুলো প্রকল্প বাস্তবায়ন করছে। তারপরও অনেক এলাকার জনসাধারণ এখনো বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত রয়েছে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে চট্টগ্রাম ওয়াসা দ্রুত ব্যবস্থা গ্রহন করবেন বলে মেয়র আশাবাদ ব্যক্ত করেন।
মেয়র আরও বলেন, বিশ্ব ব্যাংকের সহযোগিতায় বাসা বাড়ী থেকে মানব সৃষ্ট বর্জ্য অপসারণের যে প্রকল্প হাতে নেয়া হয়েছে। তা বাস্তবায়নে চসিকের পক্ষ হতে ওয়াসা কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে। এই প্রকল্প বাস্তুবায়নে নগরীর ৪১টি ওয়ার্ডকে ৬টি জোনে ভাগ করা হয়েছে। প্রকল্পটি বাস্তুবায়িত হলে কর্নফুলী নদীর ও সাগরের পানি অনেকটা দুর্ষনমুক্ত হবে।
এসময় প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, কাউন্সিলর আবদুস সালাম মাসুম, শাহেদ ইকবাল বাবু, আবুল হাসনাত মো. বেলাল, পুলক খাস্তগীর, মো. সফিকুল ইসলাম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ