Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাজিরপুরে দায়ের কোপে যুবক খুন, আসামী গ্রেফতার

নাজিরপুর (পিরোজপুর) উপজেলা সংবাদ দাতা | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২০, ২:২৬ পিএম

পিরোজপুরের নাজিরপুরে ৬ নং নাজিরপুর ইউনিয়নের গাদেরহাট নামক গ্রামে বুধবার (১ লা জুলাই) ভোর ৪ টায় গাদেরহাট মসজিদের ইমাম মিজানুর রহমান মিন্টু (৩৫) এর দায়ের কোপে বেকারী ব্যবসায়ী সবুর মিয়া (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত সবুর হাওলাদার উপজেলার সদর ইউনিয়নের উত্তর সতকাছিমা (গাদেরহাট) গ্রামের মৃত মোঃ সোবাহান হাওলাদারের ছেলে। তিনি ঠিকাদারী কাজও করতেন। হত্যাকারী মোঃ মিজানুর রহমান মৃধা একই এলাকার মাহাতাব মৃধার ছেলে । সে গাদেরহাট মৃধা বাড়ি মসজিদের ইমাম ছিলেন। নাজিরপুর থানার পুলিশ জানায় বুধবার রাতে বেকারী ব্যবসায়ী সবুর মিয়া ফজরের নামাজ আদায়ের জন্য ঘর থেকে বের হবার সময় পাশেই অবস্থিত গাদেরহাট মসজিদের ওই ইমাম তার বুকে দেশিয় দাও এর নারাজি দিয়ে উপর্যুপরি তার বুকে আঘাত করে। তখন সবুর মিয়া মাটিতে লুটিয়ে পরে ছট-ফট করে ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে আসলে ওই ইমাম তাদের উপরও চড়াও হলে সবাই দৌড়ে পালিয়ে যায়। প্রায় ১ ঘন্টা পরে রক্তাক্ত অবস্থায় নাজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় কয়েকজন যুবক আহত সবুর মিয়াকে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম মুনির ইনকিলাবকে বলেন আমাদের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল (মাঈনুল ইসলাম) স্যার সরেজমিনে এসেছেন তিনি বিষয়টি তদারকি করছেন তবে সম্ভবত পূর্ব শত্রæতার জের ধরে হত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে। এ বিষয়ে আটক ইমামকে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সত্যতা জানিয়ে বলেন ওই ইমাম মিজানুর রহমান মিন্টু বেকারী ব্যবসায়ী সবুর মিয়ার উপর অতর্কিত হামলা চালায় ও দায়ের নারাজি দিয়ে তার বুকে আঘাত করে এতে সবুর মিয়া ঘটনাস্থলেই মারা যায়। এব্যাপারে নাজিরপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ