পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
পাকিস্তানে করোনাভাইরাসে আক্রান্তের হার বেড়েই চলছে। ফলে চাপ বাড়ছে দেশটির স্বাস্থ্য বিভাগের ওপর। এমন অবস্থায় নিজেরাই ভেন্টিলেটর বানানোর উদ্যোগ নিয়েছে পাকিস্তান। পাক বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেছেন, স্থানীয় নকশায় ভেন্টিলেটর তৈরি শুরু হয়েছে দেশে। দেশটিতে শনিবার নতুন করে আরো ৮৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। এক টুইট বার্তায় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন, তাদের তৈরি প্রথম ভেন্টিলেটরটি দেশের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কাছে খুব দ্রুত হস্তান্তর করা হবে। বর্তমানে দেশটিতে ১ হাজার ৫০৩টি ভেন্টিলেটর দিয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে কভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তবে বড় বড় শহরগুলোতে অবস্থিত বিভিন্ন হাসপাতাল এর মধ্যেই অভিযোগ করেছে যে, ভেন্টিলটরের অভাবে তারা রোগীদের ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, সাম্প্রতিক সময়ে দ্রুত করোনার সংক্রমণ ছড়িয়ে পড়া দেশগুলোর তালিকায় রয়েছে পাকিস্তান। গত ডিসেম্বরে চীনে প্রথম করোনার প্রাদুর্ভাব ধরা পড়ে। এরপর গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানে করোনাভাইরাসের আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।