গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীতে আমবোঝাই পিকআপভ্যান থেকে ৪৩৮ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
রোববার দারুস সালাম থানা এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৪ এর অপারেশন অফিসার এএসপি সাজেদুল ইসলাম সজল জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাজধানীর দারুস সালাম থানার গাবতলীতে যমুনা সিএনজি স্টেশনের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪৩৮ বোতল ফেনসিডিল এবং মাদক বহনের কাজে ব্যবহৃত পিকআপসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটকরা হলেন- সোহেল রানা (২৬), আমজাদ (২৮) ও শাহ আলম (৪৫)।
সাজেদুল ইসলাম আরো জানান, আটকরা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে বিশেষ কৌশলে রাজধানীতে নিয়ে আসে। রাজধানীর মিরপুরসহ বিভিন্ন এলাকায় মাদক ডিলারদের নিকট বিক্রয় করে আসছে তারা। তাদের বিরুদ্ধে আইনানুগ বিষয় প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।