Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

অবিশ্বাস্য, ‘সুস্থ সন্তান’ জন্ম দিলেন করোনা আক্রান্ত মা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২০, ১২:২১ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্বাস্থ্যের অবস্থা অত্যন্ত ভয়াবহ। ফুসফুস তেমন একটা কাজ করছিল না। অনেক দিন ধরে ছিলেন কোমায়। এমন অবস্থায়ও সন্তান জন্ম দিয়েছেন দিয়ানা অ্যাঙ্গোলা নামে কলম্বিয়ার এক নারী। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকে এক ছেলে সন্তানের জন্ম দিয়েছেন ৩৬ বছর বয়সী অ্যাঙ্গোলা। এই ঘটনায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।
১৪ সপ্তাহ আগেই পৃথিবীর আলোতে নিয়ে আসা হয় জেফারসনকে। মা করোনায় আক্রান্ত হলেও এই নবজাতকের শরীরে করোনার সংক্রমণ নেই বলে জানিয়েছেন চিকিৎসকেরা। পরিস্থিতি ‘অনেক সংকটজনক’ ছিল বলে জানিয়েছেন কলম্বিয়ার দক্ষিণাঞ্চলের ক্যালি শহরের ভেরসালেস ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক পাওলা ভেলাসকেস।
অ্যাঙ্গোলা তীব্র জ্বর নিয়ে গত ১৫ মে হাসপাতালে ভর্তি হন। তার আরও একটি কন্যা সন্তান রয়েছে। হাসপাতালে ভর্তি হওয়ার তিন দিনের মাথায় চলে যান কোমাতে। নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি। শ্বাস প্রশ্বাস নিতে খুব কষ্ট হতো। অপরিপক্ব থাকা অবস্থায় জন্ম নেওয়ায় জেফারসনেরও শ্বাস নিতে সমস্যা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। তবে তাকে টিকিয়ে রাখতে অনেক লড়াই করতে হয়েছে।
শিশুরোগ বিশেষজ্ঞ এডউইন ওলিভো বলেন, আমাদেরকে পুরো প্রক্রিয়াটা একজন গুরুতর রোগীর চিকিৎসা করার মতো অনুসরণ করতে হয়েছে। তিনি জানান, জেফারসনকে এখনো ইনকিউবিটরে রাখা হলেও দ্রুতই তার ওজন বাড়ছে। আরও সহজে শ্বাস নিতে পারছে।
চিকিৎসক পাওলা ভেলাসকেস বললেন, ২৪ সপ্তাহ হলেই ভালো ওজনের কোনো মানব শিশু বাঁচিয়ে রাখা যেতে পারে। সে ক্ষেত্রে অনেক টেকনোলোজি লাগবে, সেই সঙ্গে স্নায়বিক বিকাশ এবং ফুসফুসের প্রভাব সংক্রান্ত কাজগুলো ভালো করতে হবে।
এদিকে, সুখবর হলো অ্যাঙ্গোলা এরই মধ্যে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন। অ্যাঙ্গোলার সুস্থতা দেখে সস্তির নিশ্বাস পেয়েছে হাসপাতালের চিকিৎসকরা।
এদিকে অস্ত্রোপচারসহ ওই নারীর চিকিৎসায় নিয়োজিত মেডিকেল কর্মীদের কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি। তবে অপারেশনের সঙ্গে জড়িত সবাইকে নির্জন স্থানে রেখে তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়া দুইবার পরীক্ষা করার পরও নবজাতকের শরীরে করোনাভাইরাসের কোনো উপস্থিতি ধরা পড়েনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ