মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অবৈধ অভিবাসন ঠেকাতে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যাত হলো দেশটির ফেডারেল আপিল আদালতেও। শুক্রবার আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছেন, পেন্টাগনের জন্য বরাদ্দ ২ দশমিক ৫ বিলিয়ন ডলার ‘অবৈধভাবে’ ব্যয় করছেন ট্রাম্প। এর জন্য যথেষ্ট সংবিধানিক অধিকার নেই হোয়াইট হাউসের। ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর মধ্য অন্যতম ছিল অবৈধ অভিবাসন বন্ধ ও মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ। কিন্তু বিভিন্ন পর্যায়ে বাধার মুখে পড়ায় এখনও এ পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেননি তিনি। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে দেয়াল নির্মাণে তহবিল সংগ্রহের জন্য সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের কংগ্রেস ট্রাম্পের এ ব্যয় প্রস্তাবকে ন্যায়সঙ্গত করার মতো কোনও ‘অপ্রত্যাশিত সামরিক প্রয়োজন’ খুঁজে পায়নি জানিয়ে সেটি প্রত্যাখ্যান করেছিল বলেও এদিন উল্লেখ করেন ৯ম মার্কিন সার্কিট কোর্ট অব আপিলস। আদালত আরও বলেন, মেক্সিকোর সঙ্গে সীমান্ত ভাগাভাগি করা ক্যালিফোর্নিয়া ও নিউ মেক্সিকোসহ আর ২০টি অঙ্গরাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করেছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।