মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মেক্সিকো কর্তৃপক্ষ উত্তরাঞ্চলীয় জাকাটিকাস রাজ্যে রাস্তার পাশ থেকে ১৪টি লাশ উদ্ধার করেছে। এই এলাকায় ভয়ংকর অপরাধী চক্র তৎপর রয়েছে। আঞ্চলিক সরকার শুক্রবার এ কথা জানায়। স্থানীয় মিডিয়ায় প্রকাশিত ছবিতে রাস্তার পাশে কম্বল দিয়ে মোড়ানো এবং টেপ দিয়ে আটকানো অবস্থায় দেখা যায় লাশগুলো। জাকাটিকাসের কৌঁসুলি ফ্রান্সিসকো মুরিল্লো সাংবাদিকদের বলেন, মৃতদের মধ্যে চারজনের লাশ শনাক্ত করা হয়েছে, তারা জুয়ান আলদামা শহরের অধিবাসী। লাশ পাওয়া গেছে ১৫০ কিলোমিটার দূরে ফ্রেসনিল্লোতে। তিনি বলেন, অন্য লাশগুলো চেনা যাচ্ছে না, এসব লাশ বেশ কয়েকদিন আগের। জাকাটিকাস যুক্তরাষ্ট্রে মাদক পাচারের প্রধান রুট। বিশেষজ্ঞদের মতে, এই এলাকায় মাদক পাচারে জড়িত স্থানীয় অন্তত তিনটি চক্র রয়েছে। এদের মধ্যে দুইটি শক্তিশালী গ্যাং রয়েছে। বুধবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় এই রাজ্যে প্রতিদ্বন্দ্বী সিনালোয়া গ্রুপের সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।