মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের জাতীয় রোগ নিয়ন্ত্রক ও প্রতিরোধ সংস্থার প্রধান এবং হোয়াইট হাউসের করোনা ভাইরাস টাস্কফোর্সের সদস্য মহামারী বিশেষজ্ঞ ড.অ্যান্থনি ফাউচি বলেছেন, করোনাভাইরাস মহামারি নিয়ে গভীর সংকটের সম্মুখীন হয়েছে যুক্তরাষ্ট্র। -রয়টার্স, আল জাজিরা, বিবিসি, সিএনএন।
তিনি বলেন, দেশটির ১৬টি অঙ্গরাজ্যে দ্বিতীয় দফায় সংক্রমণের মাত্রা দ্বিগুণ হয়েছে। শুক্রবার নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪৫ হাজার ২৪২ জন। এর আগের দিন শনাক্ত হয় ৪০ হাজার ৫৯৮ জন নতুন রোগী। এই প্রেক্ষিতে ওই মন্তব্য করে ড. ফাউচি বলেছেন, কিছু অঙ্গরাজ্যে করোনার যে পুনরায় উত্থান হচ্ছে আগামী দিনে এই সংক্রমণ আরো ভয়াবহ রুপ ধারণ করবে। আগেভাগে লকডাউন খুলে দেয়া এবং নিয়ম না মানার কারণে সংক্রমণ বাড়ছে। এটিকে শেষ করার একমাত্র উপায় সবাই মিলে এটিকে শেষ করা।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা সংক্রমণ কমাতে আরও পদক্ষেপ গ্রহণের আ হ্বা ন জানালেও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যুক্তরাষ্ট্রের ‘ অগ্রগতির ’ প্রশংসা করছেন। সিএনএন বলছে , যুক্তরাষ্ট্রের ৩০টির বেশি অঙ্গরাজ্যে করোনার প্রকোপ বেড়েছে। আরিজোনা , আরকানসাস , নিউ মেক্সিকো ও নর্থ ক্যারোলিনাসহ মোট ৯ টি অঙ্গরাজ্য পুনরায় লকডাউন খুলে দেয়ার পরিকল্পনা থেকে সরে এসেছে ।
দেশটিতে মারা গিয়েছেন ১ লাখ ২৭ হাজার ৬৪০ জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন , প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ আনুষ্ঠানিক সমীক্ষায় প্রায় ১০ গুণ বেশি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।