Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনাভাইরাস নিয়ে গভীর সংকটের সম্মুখীন যুক্তরাষ্ট্র: ড.ফাউচি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২০, ৪:১০ পিএম

যুক্তরাষ্ট্রের জাতীয় রোগ নিয়ন্ত্রক ও প্রতিরোধ সংস্থার প্রধান এবং হোয়াইট হাউসের করোনা ভাইরাস টাস্কফোর্সের সদস্য মহামারী বিশেষজ্ঞ ড.অ্যান্থনি ফাউচি বলেছেন, করোনাভাইরাস মহামারি নিয়ে গভীর সংকটের সম্মুখীন হয়েছে যুক্তরাষ্ট্র। -রয়টার্স, আল জাজিরা, বিবিসি, সিএনএন।

তিনি বলেন, দেশটির ১৬টি অঙ্গরাজ্যে দ্বিতীয় দফায় সংক্রমণের মাত্রা দ্বিগুণ হয়েছে। শুক্রবার নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪৫ হাজার ২৪২ জন। এর আগের দিন শনাক্ত হয় ৪০ হাজার ৫৯৮ জন নতুন রোগী। এই প্রেক্ষিতে ওই মন্তব্য করে ড. ফাউচি বলেছেন, কিছু অঙ্গরাজ্যে করোনার যে পুনরায় উত্থান হচ্ছে আগামী দিনে এই সংক্রমণ আরো ভয়াবহ রুপ ধারণ করবে। আগেভাগে লকডাউন খুলে দেয়া এবং নিয়ম না মানার কারণে সংক্রমণ বাড়ছে। এটিকে শেষ করার একমাত্র উপায় সবাই মিলে এটিকে শেষ করা।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা সংক্রমণ কমাতে আরও পদক্ষেপ গ্রহণের আ হ্বা ন জানালেও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যুক্তরাষ্ট্রের ‘ অগ্রগতির ’ প্রশংসা করছেন। সিএনএন বলছে , যুক্তরাষ্ট্রের ৩০টির বেশি অঙ্গরাজ্যে করোনার প্রকোপ বেড়েছে। আরিজোনা , আরকানসাস , নিউ মেক্সিকো ও নর্থ ক্যারোলিনাসহ মোট ৯ টি অঙ্গরাজ্য পুনরায় লকডাউন খুলে দেয়ার পরিকল্পনা থেকে সরে এসেছে ।

দেশটিতে মারা গিয়েছেন ১ লাখ ২৭ হাজার ৬৪০ জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন , প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ আনুষ্ঠানিক সমীক্ষায় প্রায় ১০ গুণ বেশি।



 

Show all comments
  • ম নাছিরউদ্দীন শাহ ২৭ জুন, ২০২০, ১১:১৩ পিএম says : 0
    কঠিন সংকটময় ভয়ংকর পরিস্থিতিতেই মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্র প্রধানের অহংকারী মনোভাব লাশের পাহাড়ের শারি বদ্ধ মিছিল চলছে অব‍্যাহত ভাবে। প্রতিদিন অদ‍্যলক্ষের কাছাকাছি আক্রান্ত লক্ষাদিক উপরে মৃত্যু এটি জ্ঞানে বিজ্ঞানে অর্থেবিত্তে বিশ্বের এক নম্বর পরাশক্তির করুন কঠিন পরিস্থিতিতে দিশাহারা। শক্তিশালী ভাইরাসে মানুষ আক্রান্ত হচ্ছে। অনুবিক্ষন যন্ত্র মহাকাশ গবেষণা কেন্দ্র নাশার বিজ্ঞানীদের নিকট তথ্য নাই। নাশার গুরুত্বপূর্ণ অন্দরসজ্জায় ও হাজারো আক্রান্ত হচ্ছে। এটি নিশ্চিতরূপে আল্লাহর গজব আজাব। বাংলাদেশে আমরা ও গজবে এলাহীর মাঝেই আছি। পরিত্রান পাওয়ার উপায় খুজতে মানুষ মরিয়া হয়ে উটছে। গবেষণা পর গবেষণা দিনরাত চলছে। অথিতের ভয়াবহ অভিজ্ঞতাই টিকা আবিষ্কারের প্রস্তুতি চলছে। মানুষের বাচার জন্যে বিলিয়ন ডলারের পরিকল্পনা চলছে। কেন পৃথিবীতে পকৃতির অভিশাপ। কেন আক্রান্ত হচ্ছে আবার কেও আক্রান্তেই মৃত্যু হচ্ছে। সমগ্র বিশ্ব অবরোধ এই মহা পরিকল্পনা কার??? ভাইরাসই মৃত্যু আক্রান্তের পরিকল্পনা কার হাতে???? অতিক্ষুদ্র প্রচন্ড শক্তিশালী কণা কার ইশারায় কার নির্দেশনা পালন করছে??????এই করোনা ভাইরাসের আক্রান্তের হতাহতের মৃত্যুর লিষ্টে পৃথিবীর আর কত মানুষের আছেন। জানিনা। মহাপরিক্রমাশালী মহাপ্রতাপশালী মহান কৌশলী আল্লাহর অতি ক্ষুদ্র কণার নিকট বিশ্বের অহংকারী সভ‍্য মানুষ গুলো শতভাগ পরাজিত। আল্লাহ্ একমাত্র সর্বশক্তিমান। আলহামদুলিল্লাহ্। আল্লাহ্ বিশ্বের কঠিন সময়ে লক্ষকোটি তওবা ক্ষমা প্রার্থনা করছি আপনার পবিত্র দরবারে আমাদের ক্ষমা করুন দয়া করুন রক্ষা করুন হেফাজত করুন। আপনার পবিত্র নাম মোবারক। রাহমানির রাহিমের উছিলায়। সব চাইতে বড় উছিলা প্রীয় নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহিসসালামের গুনাহ গার উম্মত কে দয়া করুন ক্ষমা করুন। আমিন। আমিন আমিন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ