মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাস মহামারি পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় সউদী আরবের মসজিদগুলো খুলে দেওয়ার পর এবার দেশটির ইসলামিক এফেয়ার্স মন্ত্রণালয়ের নির্দেশনায় মসজিদগুলোতে পুনরায় ধর্মীয় শিক্ষা কার্যক্রম চালু করা হচ্ছে। -আল আরাবিয়া
এবিষয়ে এক ঘোষণায় মন্ত্রণালয় থেকে বলা হয়, পর্যাপ্ত স্বাস্থ্যবিধি মেনে এই কার্যক্রম পরিচালনা করতে হবে। নামাজ শেষ হওয়ার পর পরই তা যেন শুরু হয়। খেয়াল রাখতে হবে কোনো বয়ান যাতে ৩০ মিনিটের বেশি দীর্ঘ না হয়।
গত বুধবার এই সিদ্ধান্ত কার্যকর করেছে সৌদি মন্ত্রণালয়। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করা হবে। কেউ অমান্য করলে তাকে জরিমানার বিধানও করা হয়েছে । পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সৌদি আরবের মসজিদগুলোতে মুসল্লিরা কোরআন ও হাসিদের আলোকে নিজেদের মধ্যে আলোচনা ও শিক্ষাদান কর্মসূচি অব্যাহত রাখতে পারবেন ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।