Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় আক্রান্ত সাড়ে ৯ হাজার পুলিশ

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২০, ১২:০০ এএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পুলিশের সাড়ে ৯ হাজার সদস্য। তবে এর মধ্যে সুস্থ হয়েছেন অর্ধেকের বেশি। যার সংখ্যা ৫ হাজার ৫৩০। পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

পুলিশের এক পরিসংখ্যানে জানা যায়, বাহিনীটির মোট আক্রান্ত হওয়া সদস্য সংখ্যা ৯ হাজার ৫৭৮ জন। এর মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) ২ হাজার ১৯৩ জন। এছাড়া কোয়ারেন্টিনে আছেন ৯ হাজার ৮৫ আর আইসোলেশনে আছেন ৪ হাজার ১৬৯ জন।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বৈশ্বিক মহামারি করোনায় সম্মুখযোদ্ধা হিসেবে শুরু থেকেই ডাক্তার-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কাজ করে আসছে পুলিশ। যে কারণে দ্রæতই সংক্রমিত হয়েছেন পুলিশ সদস্যরা। তবে মোট আক্রান্তের মধ্যে ৫ হাজার ৫৩০ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ