Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুরে সাংস্কৃতিক সংগঠক ও শিল্পীকে আর্থিক অনুদান

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে | প্রকাশের সময় : ২৫ জুন, ২০২০, ৯:৩২ পিএম

চাঁদপুরে ৫০ জন অস্বচ্ছল সাংস্কৃতিক সংগঠক ও শিল্পীকে ২ লাখ ৫০ হাজার টাকা অনুদান দেয়া হয়। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে অনুদানের চেক তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসে এম জাকারিয়া।

জেলা শিল্পকলা একাডেমি ও জেলা প্রশাসন সংশ্লিষ্ট বিভাগ সূত্র জানায়, প্রধানমন্ত্রীর ঘোষণাকৃত সাংস্কৃতিক মন্ত্রণালয় কর্তৃক করোনাভাইরাসের কারণে কর্মহীন ও ঘরবন্দি চাঁদপুরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অস্বচ্ছল সাংস্কৃতিক সংগঠক ও শিল্পীদের এ অনুদান দেয়া হয়। তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে দেয়া হয়। ৫০ জনকে সর্বমোট ২ লাখ ৫০ হাজার টাকা দেয়া হয়। এছাড়াও আরও ৫০ জনকে এ হারে সুবিধা দিতে তাদের নামের তালিকা নতুুন করে যাচাই-বাছাই শেষ করা হয়েছে। নতুন নামের তালিকা ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন হয়ে আসলে প্রত্যেক উপকারভোগীকে টাকা বুঝিয়ে দেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনুদান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ