Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্প বললেন, আমার তৈরি সীমান্ত দেয়ালই করোনাভাইরাস আটকে দিয়েছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুন, ২০২০, ১:১৯ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমার তৈরি সীমান্ত দেয়ালই করোনাভাইরাস আটকে দিয়েছে। তিনি
নির্বাচনী প্রচারণায় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় মেক্সিকো সীমান্ত পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন। -পলিটিকো, নিউ ইয়র্ক টাইমস

ট্রাম্পের সমর্থনে ফিনিক্স শহরে অনুষ্ঠিত এই সভায় তুলসার সভার চেয়ে বেশি সমর্থক উপস্থিত ছিলেন। তবে প্রায় ৫ হাজার সমর্থকের অধিকাংশের মুখেই কোনও মাস্ক ছিলো না। ট্রাম্প দাবি করেন , তিনি যুক্তরাষ্ট্রের সংস্কৃতি রক্ষার অভিভাবক। তিনি বেঁচে থাকতে দেশটির ঐতিহ্য কখনও বিকৃত হবে না। তিনি বলেন , বামরা আমাদের সংস্কৃতি ধ্বংস করে দিতে চায়। আমি তা হতে দেবো না। তবে ট্রাম্প কোনও স্টেডিয়াম বা হলে এই সভা করেননি। তিনি এটি করেছেন ফিনিক্সের মেগাচাচের্ব। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন , দক্ষিণের এই রাজ্যে ধর্ম ব্যবহারি করে সুবিধা নিতে চান মার্কিন প্রেসিডেন্ট ।

করোনাভাইরাস ছড়ানোর জন্য আবারও চীনকে দায়ী করেন ট্রাম্প। আগে সমালোচিত হবার পরেও কুং ফ্লু ভাইরাসের মতো বর্ণবাদী শব্দ ফের ব্যবহার করেন তিনি । রোববারের মতো তিনি আবারও শঙ্কা প্রকাশ করেছেন , বিদেশিরা মার্কিন নির্বাচন কারচুপির পরিকল্পনা করছে। তাকে বিদেশীরা ভয় পায় বলেই এমন করছে বলে জানান ট্রাম্প ।



 

Show all comments
  • আবুল কালাম ২৫ জুন, ২০২০, ২:২০ পিএম says : 0
    আমেরিকায় সব থেকে বেসি মৃত্যু হয়েছে করোনায় এবং আক্রান্তের সংখ্যাও বেসি, সে দেশের রাষ্ট্র প্রধান যদি এমন কথা বলে, আমি দেওয়াল তৈরি করেছি সে দেওয়ালে করোনা আটকিয়ে রেখেছে, আচ্চা আপনারা বলুন মিঃট্রাম্পের কথা গুলো যুক্তি সংগত, আমার মনে হয় ট্রাম্প একটা পাগল। আর এই ধরনের পাগল কোন দেশের রাষ্ট্র প্রধান যদি হয়, তবে সে দেশ ও জাতি দুর্ভাগ্য জনক,
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ