Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মামুনুলের আকুতি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ জুন, ২০২০, ১২:০০ এএম

বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে নিয়ে বাজে মন্তব্য না করতে দেশের ফুটবলপ্রেমী সমালোচকদের অনুরোধ করেছেন সাবেক অধিনায়ক ও ঢাকা আবাহনী লিমিটেডের মিডফিল্ডার মামুনুল ইসলাম। গতকাল এক ভিডিও বার্তায় এই অনুরোধ করেন তিনি। ভিডিও বার্তায় মামুনুল বলেন, ‘জাতীয় দলের খেলা আগের চেয়ে উন্নতি হয়েছে। যারা খেলা দেখেন তারাই বুঝতে পারবেন সেটা।’
জাতীয় ফুটবল দলের পারফরম্যান্স ভালো নয় এবং এখনকার জাতীয় দলের খেলোয়াড়দের আগের ফুটবলারদের মতো সামর্থ্যও নেই। ফুটবলের অন্যসব ক্ষেত্রে এগিয়ে থাকলেও জাতীয় দল ভালো রেজাল্ট করতে না পারায় সব অর্জন ঢাকা পড়ছে। এমন সব সমালোচনা হচ্ছে দীর্ঘদিন ধরেই। কিন্তু সব আলোচনা-সমালোচনাকে পেছনে ফেলে জাতীয় দলকে নিয়ে এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন মামুনুল।
তিনি আরো বলেন,‘এখনকার জাতীয় দল এবং জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে যারা আজেবাজে কথা বলেন তাদের উদ্দেশ্যে বলছি, কিছুদিন আগের এবং সা¤প্রতিক সময়ের ম্যাচগুলো যদি দেখে থাকেন তাহলে জাতীয় দলের পারফরম্যান্স পর্যবেক্ষণ করতে পারবেন। কাতারের মতো দেশকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান গেমস ফুটবলের দ্বিতীয় রাউন্ডে ওঠা আমাদের ফুটবলের বড় অর্জন। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচগুলো আমরা ভালো খেলেছি। হারলেও শেষ মুহুর্তে গোল খেয়ে। এ ম্যাচগুলো যারা দেখেছেন তারাই বলতে পারবেন জাতীয় দলের কতটা উন্নতি হয়েছে। যারা ম্যাচ দেখেনি তারা বলতে পারবেন না। ’
মামুনুল যোগ করেন, ‘বিশ্বকাপ বাছাইপর্বের প্রতিটি ম্যাচে প্রতিদ্ব›দ্বীতাপূর্ণ পারফরম্যান্স ছিল আমাদের। ভারতের মাটিতে তাদের বিপক্ষে জিততে জিততে ম্যাচ ড্র হয়েছে। কাতারের বিপক্ষে শেষ মূহূর্তে গোল হজম না করলে হারের ব্যবধান কম হতো। গোল মিস না হলে ম্যাচ ড্রও হতে পারতো। এ সবকিছুই পেশাদারিত্ব ও উন্নতিরই দৃষ্টান্ত।’
জাতীয় দলের সাবেক এই অধিনায়ক সবাইকে অনুরোধ করেছেন দেশপ্রেমে জাগ্রত হয়ে খেলোয়াড়দের উৎসাহ দিতে। তার কথায়, ‘দেশকে ভালবেসে ইতিবাচকভাবে সাপোর্ট করুন, যেনো খেলোয়াড়রা অনুপ্রেরণা পান। অক্টোবরে এএফসি ও বিশ্বকাপ বাছাই পর্বসহ আগামী দিনের ম্যাচগুলোতে মাঠে এসে খেলা দেখুন এবং সব ধরনের নেতিবাচক মন্তব্য এড়িয়ে চলুন।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় ফুটবল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ