Inqilab Logo

রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিদেশী স্ট্রাইকারে আগ্রহী জেমি ডে!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২০, ৭:৫৩ পিএম

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ব্রিটিশ কোচ জেমি ডে এবার বিদেশী স্ট্রাইকারে আগ্রহ প্রকাশ করেছেন। বাংলাদেশ দলে বিদেশি স্ট্রাইকারকে নাগরিকত্ব দিয়ে বাংলাদেশ জাতীয় দলে খেলাতে আগ্রহী তিনি। যদিও ঘরোয়া আসরে স্থানীয় স্ট্রাইকারদের বেশি সুযোগ দেয়ার পক্ষে তিনি। কিন্তু তাতে লাভ হয়নি। বাংলাদেশ দলে গোল করার খেলোয়াড়ের বড্ড অভাব। যার হিসেবে চুকাতে হচ্ছে বছরের পর বছর। স্ট্রাইকারদের ব্যর্থতায় বাংলাদেশ দলকে কত ম্যাচে যে ভুগতে হয়েছে তার হিসেব করা সত্যিই কঠিন। সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালই তার প্রমাণ। এই টুর্নামেন্টের শেষ চারে সুযোগ নষ্টের মাশুল দিয়ে বুরুন্ডির কাছে বড় ব্যবধানে হেরে বিদায় নেয় বাংলাদেশ। তাই এমন ব্যর্থতা কাটাতে জাতীয় দলের ইংলিশ কোচের চোখ এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কোনও বিদেশি স্ট্রাইকারের উপর। বাছাই করা সেই বিদেশিকে জাতীয় দলে খেলাতে আগ্রহী জেমি। ঢাকা আবাহনীর নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে চিজোবার দিকে আঙুল তুলে জেমি বলেন,‘বাংলাদেশে সবাই তাৎক্ষণিক সাফল্য চায়। বললেই তো সব সময় ভালো ফল করা যায় না। জাতীয় দল অল্প সময়ের মধ্যে সাফল্য পেতে চাইলে বিদেশি খেলোয়াড় নেওয়া উচিত। সানডে হতে পারে সেই খেলোয়াড়। তাকে নাগরিকত্ব দিয়ে বাংলাদেশ জাতীয় দলে খেলাতে পারলে সাফল্য অবশ্যই আসবে। বুরুন্ডির বিপক্ষে খেললে সানডে হয়তো হ্যাটট্রিক করতে পারতো।’

জাতীয় দলের দীর্ঘমেয়াদে সাফল্য পাওয়ার ব্যাপারে জেমি বলেন, ‘১০ বছরের পরিকল্পনা করে জাতীয় দল সাজাতে হবে। লিগে দু’জনের বেশি বিদেশি খেলার সুযোগ পাবে না। একাডেমি ও বয়সভিত্তিক দল থাকবে নিয়মিত। ভারত ও ভিয়েতনাম যেভাবে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশকে সেভাবেই এগোতে হবে। অবশ্য আমি শুধু বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) পরামর্শ দিতে পারি। সেই পরামর্শ মানা না মানা বাফুফের ইচ্ছা।’

সানডে চিজোবা ২০১১ সাল থেকে বিপিএলে খেলছেন। গত মৌসুমের লিগে ২০ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন তিনি। ফিফার নিয়ম অনুযায়ী, কোনো বিদেশি খেলোয়াড়কে নাগরিকত্ব দিয়ে জাতীয় দলে খেলাতে চাইলে টানা পাঁচ মৌসুম সেই দেশের লিগে খেলতে হবে তাকে। সানডে দীর্ঘ দিন বাংলাদেশে খেললেও ২০১৫ সালে ভারতের আই লিগে কয়েক মাস খেলেছিলেন। এ প্রসঙ্গে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘আমরা গত বছর সানডের নাগরিকত্বের জন্য চেষ্টা করেছিলাম। কিন্তু সে টানা পাঁচ মৌসুম বাংলাদেশে খেলেনি। তাই আমরা উদ্যোগ নিয়েও পিছু হাঁটতে বাধ্য হয়েছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ জাতীয় ফুটবল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ