Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনোয়ারায় গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ জুন, ২০২০, ১২:০১ এএম

চট্টগ্রামের আনোয়ারায় কেইপিজেডে কর্মরত এক গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে স্থানীয়দের দেয়া খবরে উপজেলার স্বাস্থ্য কমপেক্স গেট থেকে লাশ উদ্ধার করে আনোয়ারা থানায় নিয়ে যায় যাওয়া হয়। পরে স্বজনরা এসে লাশটি বাঁশখালী সাধনপুর এলাকার জেবল হোসেনের মেয়ে সেলিনা আকতার (৩০) বলে সনাক্ত করেন।

আনোয়ারা থানা সূত্রে জানা যায়, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর এলাকার বাসিন্দা জেবল হোসেনের মেয়ে সেলিনা আকতারের সাথে চকরিয়ার বাসিন্দা মো. সাকিবের গত বছরের জুন মাসে বিয়ে হয়। বিয়ের পর সেলিনা আকতার আনোয়ারায় কুরিয়ান ইপিজেডে কেএসআই গার্মেন্টসে চাকরি নিয়ে স্বামী সাকিবসহ আনোয়ারার বৈরাগ ইউনিয়নের তৈলের দোকান এলাকায় ভাড়া থাকত।
গতকাল বুধবার ভোর ৫ টায় স্থানীয়রা আনোয়ারা হাসপাতালের গেটে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সেলিনা আকতারের পিতা জেবল হোসেন জানান, বিয়ের পর থেকে তার মেয়েকে মারধর ও নির্যাতন করত স্বামী। হয়তো নির্যাতন করে হাসপাতালে আনতে চাইলে মৃত জেনে হাসপাতাল গেটে রেখে পালিয়ে যায়।

এ ব্যাপারে আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ জানান, ভোরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আনোয়ারা হাসপাতাল গেট থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধারের পর তার পিতা জেবল হোসেন ও ভাই মো. মহিউদ্দিন থানায় এসে লাশ সনাক্ত করে। লাশের গলায় দাগ রয়েছে। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে ময়না তদন্ত ছাড়া তা বলা যাচ্ছে না। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। স্বামী পলাতক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ