মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ (৬০)। আজ (বুধবার)সকালে তিনি মারা যান। বেসরকারি হাসপাতাল অ্যাপেলোতে ভর্তি ছিলেন তিনি। পশ্চিমবঙ্গে এই প্রথম করোনা আক্রান্ত হয়ে কোনও বিধায়কের মৃত্যু হল।
তিনবারের বিধায়ক তমোনাশ ঘোষের মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোকপ্রকাশ করে বলেছেন, ‘খুব, খুব দুঃখিত। ফলতার তিনবারের বিধায়ক এবং ১৯৯৮ সাল থেকে দলের কোষাধ্যক্ষ আমাদের ছেড়ে চলে গেছেন। গত ৩৫ বছর ধরে তিনি দল ও মানুষের কাজে নিবেদিত প্রাণ ছিলেন। সামাজিক কাজের ক্ষেত্রেও তাঁর প্রচুর অবদান রয়েছে।' মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমাদের সবার পক্ষ থেকে তাঁর স্ত্রী ঝর্না, দুই কন্যা ও বন্ধু-বান্ধবদের প্রতি সমবেদনা জানাই।’
এদিকে, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা একনাগাড়ে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৯৬৮ জন নতুনভাবে আক্রান্ত এবং একইসময়ে ৪৬৫ জন মারা গেছে। দেশে এপর্যন্ত মোট ৪ লাখ ৫৬ হাজার ১৮৩ জন আক্রান্ত এবং ১৪ হাজার ৪৭৬ জনের মৃত্যু হয়েছে। এপর্যন্ত মোট ২ লাখ ৫৮ হাজার ৬৮৫ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। আজ (বুধবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ওই তথ্য জানিয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৫৮০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় ১১ জন মারা গেছে। রাজ্যটিতে মোট ১৪ হাজার ৭২৮ জন করোনা আক্রান্ত হয়েছে। আক্রান্ত ও মৃত্যুর তালিকায় সবার উপরে রয়েছে মহারাষ্ট্র রাজ্য। এখানে ১ লাখ ৩৯ হাজার ১০ জন আক্রান্ত এবং ৬ হাজার ৫৩১ জনের মৃত্যু হয়েছে।
এরপরেই রয়েছে রাজধানী দিল্লির স্থান। এখানে ৬৬ হাজার ৬০২ জন আক্রান্ত হয়েছেন এবং ২ হাজার ৩০১ জনের মৃত্যু হয়েছে। তৃতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে ৬৪ হাজার ৬০৩ জন আক্রান্ত ও ৮৩৩ জনের মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে করোনা আক্রান্ত হয়ে ১ হাজার ৭১০ জন মারা গেছে। রাজ্যটিতে ২৮ হাজার ৩৭১ জন আক্রান্ত হয়েছে। সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।