বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
তথ্য প্রযুক্তি মামলায় প্রভাষক মন্ময় মনিরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কলারোয়ার মুরারীকাটির নিজস্ব বাড়ী থেকে তাকে আটক করে কলারোয়া থানা পুলিশ।
মনিরুজ্জামান মন্ময় কলারোয়া উপজেলার মুরারীকাটি গ্রামের মৃত. আয়েজ উদ্দীন সরদারের পুত্র ও সীমান্ত আদর্শ কলেজের প্রভাষক।
প্রসঙ্গত : গত ১৩ জুন বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর কারো নাম উল্লখে না করেই ফেসবুকে আপত্তিকর স্ট্যার্টাস দেন কলরোয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মন্ময় মনির। এঘটনায় তার বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর বাদী হয়ে কলারোয়া থানায় মামলা দায়ের করেন। মামলা নং-১০ তাং-১৪.০৬.২০২০। মামলা দায়ের হওয়ার পর থেকে মন্ময় মনির পলাতক ছিলেন।
কলারোয়া থানার ওসি(তদন্ত) বোরহান উদ্দিন, গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।