Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাউফলে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

বাউফল উপজেলা (পটুয়াখালী )সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২০, ২:৫৬ পিএম

পটুয়াখালীর বাউফল উপজেলায় ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বাউফল থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ও রাতে পৃথক অভিযানে এদেরকে গ্রেপ্তার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছ পুলিশ।

সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় বাউফল থানার এসআই সাঈদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে নামে। সন্ধা ৭টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের বাজার ব্রিজ এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ আমজাদ (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। আমাজাদ উপজেলার কেশবপুর ইউনিয়নের জাফরাবাজ গ্রামের বাসিন্দা।
অপরদিকে একই সময় ওই এলাকা থেকে ৫ পিস ইয়াবাসহ স্বপন হাওলাদার (৫০) নামের একজনকে আটক করে পুলিশ। তার বাড়ি ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠী গ্রামে।
এদিকে পটুয়াখালী ডিবি পুলিশের এসআই নজরুলের নেতুত্বে¡ একটি দল গোপন সংবাদের ভিত্তিত্বে রাতে কালাইয়া ইউনিয়নের শিমুলবাগ এলাকায় অভিযান চালায়। রাত সারে নয়টার দিকে ৫০ পিস ইয়াবাসহ সজিব বেপারী (২৫) নামের এক মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে। সজিব কালাইয়া ইউনিয়নের কালাইয়া গ্রামের বাসিন্দা।
আটককৃতদের বিরুদ্ধে বাউফল থানায় মাদক আইনে মামলা করেছে পুলিশ।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতদের আজ বৃধবার আদালতে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ