গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর মোহাম্মদপুরে তুরাগ নদী থেকে অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে মোহাম্মদপুর তুরাগ হাউজিংয়ের স্লুইস গেটের পাশে নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
মোহাম্মদপুর থানার এসআই মো. ফিরোজ আলী জানান, ওই যুবকের ভাসমান লাশ উদ্ধার করা হয়। তার পরনে ছিল কালো গেঞ্জি ও চেক লুঙ্গি। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
তিনি আরো জানান, স্থানীয়রা মাধ্যমে জানা গেছে, ওই যুবক ভবঘুরে ও এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন। ২০/২৫ দিন ধরে নদীর পাশেই একটি মাঠে ঘুমাতেন। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয়রা তাকে পানিতে ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে তার ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে তদন্তের পর বিস্তারিত ও ময়নাতদন্তের ফলাফল দেখে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।