Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইংল্যান্ডে ৪ জুলাই থেকে আরো শিথিল হচ্ছে লকডাউন, খুলছে হোটেল-রেস্টুরেন্ট

যুক্তরাজ্য সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২০, ৯:৪৩ এএম

ইংল্যান্ডে ৪ জুলাই থেকে আরো শিথিল হচ্ছে লকডাউন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মঙ্গলবার পার্লামেন্টে তার বক্তব্যে বেশ কিছু বিষয়ে শিথিলতার ঘোষণাদেন। এতে সামাজিক দূরত্ব ২ মিটারের পরিবর্তে ১ মিটারে নির্ধারন করা হয়েছে।

৪ জুলাই থেকে হোটেল, রেস্টুরেন্ট, সেুলন, পাব, খেলার মাঠ, মিউজিয়াম, থিমপার্ক, আউটডুর জিম, লাইব্রেরি, স্যোশাল ক্লাব, কমিউনিটি সেন্টার চালুর করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী বরিস জনসন।

প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছে, সামাজিক দূরত্ব সাপেক্ষে ৪ জুলাই থেকে এক ঘরের সদস্যরা অন্য ঘরের সদস্যদের সাথে দেখা করতে পারবেন। আর আগে অনুমতি ছিলো নিকট আত্মীয়দের ক্ষেত্রে। এখন প্রতিবেশিরাও অন্যদের ঘরে যাওয়ার অনুমতি পেয়েছেন।

প্রধানমন্ত্রী পার্লামেন্টে, ৪ জুলাই থেকে ২ মিটারের পরিবর্তে এক মিটারের বেশি সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসা বানিজ্য করতে উৎসাহদেন। তিনি বলেন, সাধারণ মানুষদের উচিত সংক্রমণ কমাতে সামাজিক দূরত্ব মেনে চলা।

তবে নাইট ক্লাব, স্পা, ইনডোর সফট প্লে এরিয়া, ওয়াটার পার্ক, ইনডোর জিম, নেল বার, সুইমিং পুল আপাতত না চালু করার কথা জানান প্রধানমন্ত্রী।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ